মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের দেবীগঞ্জে হেরোইনসহ লাভলী রানী সাহা (২৫) নামে এক নারীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা সদরের চৌরাস্তা বাজারে বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লাভলী রানী তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগঞ্জ এলাকার সতীশ চন্দ্র সাহা ওরফে কলেজের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চৌরাস্তা সংলগ্ন পঞ্চগড় বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন। এ সময় নারী পুলিশের সহায়তায় লাভলী রানী সাহার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের দাম প্রায় এক লাখ টাকা।
দুপুরে আটকের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।