ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন মীমাংসিত সম্পত্তি দাম বেড়ে যাওয়ায় পূর্ণরায় দখলের পাঁয়তারা কালিহাতীতে সবজি চাষে বেকারদের কর্মসংস্থানের সুযোগ: প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আদমদীঘিতে হত্যার হুমকি দিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ: অতঃপর গ্রেপ্তার কালিয়াকৈরে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবৈধ ম্যাজিক জাল উদ্ধারে গিয়ে গ্রামপুলিশ আহত আদমদীঘিতে উপজেলা ও জেলা বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে আড়ম্বরপূর্ণভাবে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্নীতি ও লুটপাটের পরেও অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের উপর- উপদেষ্টা আসিফ অনলাইনে সরব: অডিও কলে সমন্বয়ককে ধমকালেন সাবেক এমপি নাঈমুজ্জামান

রাজধানীতে বাম নেতার কালোথাবায় পুলিশ সদস্যের বাড়ী নির্মাণ কাজ বন্ধ!

স্টাফ রিপোর্টার :
তিনি বেসরকারী পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপআ) এর জেনারেল সেক্রেটারী ও বামপন্থি দলের নেতা। আর সে কারণেই এলাকায় তার দাপট সীমাহীন। সংগঠনের ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেন। এলাকায় তার কথাই শেষ কথা। থানা, পুলিশ প্রশাসন এমন কি রাজউক কর্মকর্তারাও তার কথায় ওঠাবসা করেন। এলাকার কোন সালিশ দরবার হলেও তিনি রায় ঘোষণা করেন। কেউ নতুন বাড়ী নির্মাণ করতে গেলেই তিনি পরিবেশ বিষয়ক আইন কানুনের ভয় ভীতি প্রদর্শন করে মোটা অংকের চাঁদা আদায় করেন। তার সংগঠনের নেত্রী সুলতানা কামালের নাম ভাঙিয়ে এহেন অপকর্ম নেই যা তিনি করেন না।
এমন অভিযোগ পাওয়াগেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপআ) সংগঠনের জেনারেল সেক্রেটারী শরীফ জামিলের বিরুদ্ধে। এ ধরণের একটি ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় তার বিরুদ্ধে জিডি এন্ট্রি করেছেন জনৈক আবুল কাশেম মিল্কী।
অভিযোগসুত্রে জানাগেছে, রাজধানীর মধ্য বাড্ডা আদর্শ নগর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু তাহের মিল্কী তার ক্রয়কৃত ৬৩৪ নং প্লটের ৩কাঠা জমির ওপর ৬ তলা বাড়ী করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নকশা পাশসহ অন্যান্য আনুসঙ্গীক কাজ সম্প্ন্ন করে বাড়ী নির্মাণ শুরু করে ২য় তলা পর্যন্ত কাজ সমাপ্ত করার সময় প্রতিবেশী শরীফ জামিল বাড়ী নির্মানে বাধা প্রদান করেন। এবং বলেন বাড়ী নির্মাণ করতে হলে তার শ^শুর বাড়ীতে প্রবেশের রাস্তার জন্য ২ ফুট জমি ছেড়ে দিতে হবে। শুধু তাইই নয় বাড়ীর সীমানা প্রাচীরও ভেঙে ফেলতে হবে। তার কথামত বাড়ী নির্মাণ কাজ বন্ধ করা না হলে প্রথমে তিনি এলাকার সন্ত্রাসীদের দ্বারা ভয়ভীতি দেখান। তাতেও কাজ না হলে তিনি রাজউকের ৪ নং জোনের অথোরাইজড কর্মকর্তা মকিদ এহসানের কাছে গিয়ে নিজেকে বিরাট বাম নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপআ) এর জেনারেল সেক্রেটারী পরিচয়ে প্রভাব সৃষ্টি করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এখানেই শেষ নয়, তিনি একটি বেসরকারী ব্যাংকে ফোন করেও ওই ব্যাংকের ম্যানেজারকে এই বাড়ী নির্মাণে লোন না দেবার জন্য চাপ সৃষ্টি করেন।
এ বিষয়ে জমির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু তাহের মিল্কীর পুত্র আবুল কাশেম মিল্কী গত ২৮/০৯/২০২২ ইং তারিখে বাড্ডা থানায় একটি সাধারন ডায়রি করেছেন যার নং ২১২৭। এই ডায়রী করার পর থেকে উক্ত শরীফ জামিল পরিবারটিকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তিনি প্রশাসনের উচ্চ মহলে মিথ্যা তথ্য প্রদান করে ক্ষতিসাধন করার চেষ্টা চালাচ্ছেন। তার এধরণের কর্মকান্ড গুরুতর ফৌজদারী অপরাধ হলেও সেটি তিনি ধর্তব্যে নিচ্ছেন না।
বাম নেতা শরীফ জামিলের এহেন গর্হিত কর্মকান্ডে আবু তাহের মিল্কীর পরিবার সব সময় আতংকের মধ্যে দিন রাত কাটাচ্ছেন। অন্য দিকে বাড়ী নির্মাণ কাজও দীর্ঘ ৬ মাস বন্ধ রয়েছে। এতেকরে অপুরুনীয় ক্ষতির সম্মুখিন হচ্ছে পুলিশ পরিবারটি।
শরীফ জামিলের এধরনের বেআইনী কর্মকান্ডে এলাকাবাসীও বিস্মিত হয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন শরীফ জামিলের এতো ক্ষমতার উতস কোথায়?
উল্লেখ্য যে, খেঁজ খবর নিয়ে জানাগেছে, তিনি ওই এলাকায় ঘর জামাই থাকেন। তার গ্রামের বাড়ী সিলেট হবিগঞ্জে। তিনি বাড্ডা আদর্শ নগরের যে বাড়ীতে থাকেন সেটি তার শ^শুর আব্দুল মান্নানের নামে। সেই ৪ তলা বাড়ীর রাজউকের কোন অনুমোদন বা নকশা পাশ নেই। অথচ: এই বাড়ীর প্রবেশ পথের জন্য তিনি ২ ফুট জমি দাবী করছেন এবং সীমানা প্রাচীর ভেঙে ফেলতে বলছেন।
এ বিষয়ে ৬৩৪ নং প্লটের মালিক আবু তাহের মিল্কীর পুত্র আবুল কাশেম মিল্কীর সাথে কথা বললে তিনি জানান, দেশটা কি মগের মল্লুক হয়ে গেল? আমরা টাকা দিয়ে জমি কিনেছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সমস্ত নিয়ম কানুন পালন করে নকশা পাশ অন্তে বাড়ী নির্মাণ করছি। কোন সরকারী প্রতিষ্ঠান আমাদের নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে না অথচ: বেসরকারী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা শরীফ জামিল বাঁধা প্রদান করছেন কোন আইনে? আমরা কি পরিবেশের কোন আইন ভংগ করেছি? এ বিষয়ে আমরা পরিবেশ আন্দোলন নেত্রী সুলতানা কামাল আংটির দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে আমরা যাতে বাঁধামুক্ত বাড়ী নির্মাণ কাজ শেষ করতে পারি সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পদক্ষেপ কামনা করছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

রাজধানীতে বাম নেতার কালোথাবায় পুলিশ সদস্যের বাড়ী নির্মাণ কাজ বন্ধ!

আপডেট টাইম : ০৬:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

স্টাফ রিপোর্টার :
তিনি বেসরকারী পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপআ) এর জেনারেল সেক্রেটারী ও বামপন্থি দলের নেতা। আর সে কারণেই এলাকায় তার দাপট সীমাহীন। সংগঠনের ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেন। এলাকায় তার কথাই শেষ কথা। থানা, পুলিশ প্রশাসন এমন কি রাজউক কর্মকর্তারাও তার কথায় ওঠাবসা করেন। এলাকার কোন সালিশ দরবার হলেও তিনি রায় ঘোষণা করেন। কেউ নতুন বাড়ী নির্মাণ করতে গেলেই তিনি পরিবেশ বিষয়ক আইন কানুনের ভয় ভীতি প্রদর্শন করে মোটা অংকের চাঁদা আদায় করেন। তার সংগঠনের নেত্রী সুলতানা কামালের নাম ভাঙিয়ে এহেন অপকর্ম নেই যা তিনি করেন না।
এমন অভিযোগ পাওয়াগেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপআ) সংগঠনের জেনারেল সেক্রেটারী শরীফ জামিলের বিরুদ্ধে। এ ধরণের একটি ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় তার বিরুদ্ধে জিডি এন্ট্রি করেছেন জনৈক আবুল কাশেম মিল্কী।
অভিযোগসুত্রে জানাগেছে, রাজধানীর মধ্য বাড্ডা আদর্শ নগর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু তাহের মিল্কী তার ক্রয়কৃত ৬৩৪ নং প্লটের ৩কাঠা জমির ওপর ৬ তলা বাড়ী করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নকশা পাশসহ অন্যান্য আনুসঙ্গীক কাজ সম্প্ন্ন করে বাড়ী নির্মাণ শুরু করে ২য় তলা পর্যন্ত কাজ সমাপ্ত করার সময় প্রতিবেশী শরীফ জামিল বাড়ী নির্মানে বাধা প্রদান করেন। এবং বলেন বাড়ী নির্মাণ করতে হলে তার শ^শুর বাড়ীতে প্রবেশের রাস্তার জন্য ২ ফুট জমি ছেড়ে দিতে হবে। শুধু তাইই নয় বাড়ীর সীমানা প্রাচীরও ভেঙে ফেলতে হবে। তার কথামত বাড়ী নির্মাণ কাজ বন্ধ করা না হলে প্রথমে তিনি এলাকার সন্ত্রাসীদের দ্বারা ভয়ভীতি দেখান। তাতেও কাজ না হলে তিনি রাজউকের ৪ নং জোনের অথোরাইজড কর্মকর্তা মকিদ এহসানের কাছে গিয়ে নিজেকে বিরাট বাম নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপআ) এর জেনারেল সেক্রেটারী পরিচয়ে প্রভাব সৃষ্টি করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এখানেই শেষ নয়, তিনি একটি বেসরকারী ব্যাংকে ফোন করেও ওই ব্যাংকের ম্যানেজারকে এই বাড়ী নির্মাণে লোন না দেবার জন্য চাপ সৃষ্টি করেন।
এ বিষয়ে জমির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু তাহের মিল্কীর পুত্র আবুল কাশেম মিল্কী গত ২৮/০৯/২০২২ ইং তারিখে বাড্ডা থানায় একটি সাধারন ডায়রি করেছেন যার নং ২১২৭। এই ডায়রী করার পর থেকে উক্ত শরীফ জামিল পরিবারটিকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তিনি প্রশাসনের উচ্চ মহলে মিথ্যা তথ্য প্রদান করে ক্ষতিসাধন করার চেষ্টা চালাচ্ছেন। তার এধরণের কর্মকান্ড গুরুতর ফৌজদারী অপরাধ হলেও সেটি তিনি ধর্তব্যে নিচ্ছেন না।
বাম নেতা শরীফ জামিলের এহেন গর্হিত কর্মকান্ডে আবু তাহের মিল্কীর পরিবার সব সময় আতংকের মধ্যে দিন রাত কাটাচ্ছেন। অন্য দিকে বাড়ী নির্মাণ কাজও দীর্ঘ ৬ মাস বন্ধ রয়েছে। এতেকরে অপুরুনীয় ক্ষতির সম্মুখিন হচ্ছে পুলিশ পরিবারটি।
শরীফ জামিলের এধরনের বেআইনী কর্মকান্ডে এলাকাবাসীও বিস্মিত হয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন শরীফ জামিলের এতো ক্ষমতার উতস কোথায়?
উল্লেখ্য যে, খেঁজ খবর নিয়ে জানাগেছে, তিনি ওই এলাকায় ঘর জামাই থাকেন। তার গ্রামের বাড়ী সিলেট হবিগঞ্জে। তিনি বাড্ডা আদর্শ নগরের যে বাড়ীতে থাকেন সেটি তার শ^শুর আব্দুল মান্নানের নামে। সেই ৪ তলা বাড়ীর রাজউকের কোন অনুমোদন বা নকশা পাশ নেই। অথচ: এই বাড়ীর প্রবেশ পথের জন্য তিনি ২ ফুট জমি দাবী করছেন এবং সীমানা প্রাচীর ভেঙে ফেলতে বলছেন।
এ বিষয়ে ৬৩৪ নং প্লটের মালিক আবু তাহের মিল্কীর পুত্র আবুল কাশেম মিল্কীর সাথে কথা বললে তিনি জানান, দেশটা কি মগের মল্লুক হয়ে গেল? আমরা টাকা দিয়ে জমি কিনেছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সমস্ত নিয়ম কানুন পালন করে নকশা পাশ অন্তে বাড়ী নির্মাণ করছি। কোন সরকারী প্রতিষ্ঠান আমাদের নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে না অথচ: বেসরকারী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা শরীফ জামিল বাঁধা প্রদান করছেন কোন আইনে? আমরা কি পরিবেশের কোন আইন ভংগ করেছি? এ বিষয়ে আমরা পরিবেশ আন্দোলন নেত্রী সুলতানা কামাল আংটির দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে আমরা যাতে বাঁধামুক্ত বাড়ী নির্মাণ কাজ শেষ করতে পারি সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পদক্ষেপ কামনা করছি।