শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন

বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন

মৌলভীবাজার প্রতিনিধি :

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সারা দেশের বিদ্যুৎ কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলটির ঘোষিত কর্মসূচি থেকে হামলা ও নাশকতার শঙ্কায় কুলাউড়া বিদ্যুৎ অফিসে মোতায়েন করা হয় পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুলাউড়া বিদ্যুৎ অফিসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, বিদ্যুৎ অফিসে কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, কুলাউড়ায় প্রতিদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, সংসদ সদস্য সুলতান মনসুরের হস্তক্ষেপের পর কুলাউড়া বিদ্যুৎ অফিসকে চাহিদা অনুযায়ী গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে উপজেলায় লোডশেডিং কমেছে।

একাধিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে শহরের উত্তর বাজার এলাকার একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত মঙ্গলবারও দুপুরে দক্ষিণ বাজার এলাকার একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com