মিজানুর রহমান রেন্টু :
মাগুরা সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দ্বারিয়াপুর গ্রামের সুদকারবারী ও মাদক ব্যবসায়ী এবং ইন্ডিয়ান চোরাকারবারি সালমা বেগমের এলাকার গ্রামবাসী মুক্তি পেতে চাই ও মানববন্ধন করে। শুক্রবার ১৬ জুন দুপুর ২ টার সময় ৭ নং দ্বারিয়াপুর ওয়ার্ড বাসীর আয়োজনে দ্বারিয়াপুর গ্রামবাসীর সর্বস্তরের জনগণ এই সালমা বেগমের এর দ্রুত গ্রেফতারের দাবি জানাই। এ সময় মানববন্ধনে এলাকার সচেতন মহলের লোকজন সালমা বেগমের অপকর্মের বিরুদ্ধে ও আইনের আওতায় বিচারের দাবিতে জনসম্মুখে সাক্ষর করে, তারা হলো রাজ্জাক, মিরাজ মুন্সি, রিপন বিশ্বাস, আবু জাফর, কামাল, রাছেল, শরিফুল বিশ্বাস, শাহানুর, ছবুর খা, বিদ্যুৎ বিশ্বাস, সাহেব খা, মেছের আলী, জাফর, রেওয়ান প্রিন্স, চঞ্চল, কামরুল, তামিম, রাজু, মিটুল হোসেন, তুষার, রিপন, মেম্বার আতর আলী, পিয়াল, নিশান, সাহেদ, ফারহান, বিপ্লব, আল আমিন, হাসু, মিন্টু, আখের আলী, বেশ কয়েকজন মহিলা সহ শতাধিক লোকজন।
৭ নং দ্বারিয়াপুর ওয়ার্ডের মেম্বার আতর আলী মানববন্ধনে অংশ গ্রহণ করেন এবং তিনি বলেন এই সালমা বেগমের নানাবিধ অপকর্মের কারণে এলাকাবাসীর সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। ইতিমধ্যে সালমা এলাকার মধ্যে মোটা অঙ্কের সুদে কারবারি ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিঃস্ব করে দিয়েছে। এলাকাবাসীর পক্ষে থেকে কয়েকজন সচেতন মহলের লোকজন বলেন, এই সালমা বেগমের কারণে যুব সমাজ ধ্বংস, তারা অবিলম্বে দ্রত সালমা বেগমের হাত থেকে চিরতরে মুক্তি ও আইনের আওতায় বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন করে।