শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাগুরা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাগুরা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 

মিজানুর রহমান রেন্টু  :
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মাগুরায়  মানববন্ধন করেছে মাগুরা সাংবাদিক ইউনিয়ন। রবিবার ১৮ জুন বেলা ১২ টার সময়  মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য প্রদান করেন, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আশরাফুল আলম সাগর, সাধারণ সম্পাদক মোঃ  আকরাম হোসেন একরাম, জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মোঃ ফারুক আহমেদ, উপদেষ্টা সাংবাদিক এম ফেরদৌস রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান রেন্টু, সদস্য সাংবাদিক উৎসব মিয়া সহ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক খবর বাংলাদেশ ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ রনি আহমেদ রাজু, সাংবাদিক শামীম শরীফ, এশিয়া টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক ইমরুল হক, সাংবাদিক মিরাজ আহমেদ, সাংবাদিক শিমুল রানা, সাংবাদিক মারুফ হাসান, সাংবাদিক রশিদ হোসেন।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের  বিভিন্ন সাংবাদিক বৃন্দগণ ও সমাজসেবক লোকজন  উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর করেসপন্ডেন্ট ও বেসরকারি টেলিভিশন ৭১ টিভির উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com