মোঃ রনি মিয়া,ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে পুড়ে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের সব যাত্রী মারা যান। তবে এ ঘটনায় চালক প্রাণে বেঁচে গেছেন।
আজ শনিবার বেলা ১১টা দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল।
নিহত সাত জনের মধ্যে দুইজন পুরুষ,তিনজন শিশু ও দুইজন মহিলা রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সে সম্ভবত সাত-আটজন ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। রেলিংয়ে ধাক্কা লেগে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ড্রাইভার বাদে সকলেই পুড়ে অঙ্গার হয়ে যায়।
দুর্ঘটনার পর ওই এক্সপ্রেসওয়ে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে বলেও জানান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন যান চলাচল স্বাভাবিক আছে।