ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
যারা চাঁদাবাজি করতে আসবে তাদের খাম্বার সাথে বেঁধে রাখবেন- মুফতী ফয়জুল করিম টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত সিরাজদিখান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  স্টার লাইন বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত ৪ গণধিকার পরিষদ জাতীয় সরকারকে সমর্থন করে- গাজীপুরে রাশেদ খান পঞ্চগড়ে আট দফা দাবিতে চা চাষীদের মানববন্ধন গাজীপুরে কাউন্সিলরের বাড়ীতে দুর্ধর্ষ ডাকতি মির্জাগঞ্জের বিভিন্ন অভিযোগ তুলে ইউপি প্যানেল চেয়ারম্যান পুনর্গঠনের দাবি মেম্বারদের কালিহাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির নব কমিটির সভাপতি মফিদুল, সম্পাদক শফিক ১০ জেলা রেজিস্ট্রার সহ পদোন্নতি পাওয়া ১০ সাব রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার পদে বদলি

অবৈধভাবে দখলকৃত সরকারি ভূমি উদ্ধার করা হবে: ডিসি ঢাকা

মঞ্জুরুল ইসলাম রতন :
ঢাকার জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বলেছেন, অবৈধভাবে দখল থাকা সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে। জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারী নাগরিক সেবা বিঘ্নিত করলে, রূঢ় আচরণ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে প্রমাণসহ অভিযোগ করতে হবে। এ ছাড়া বন্ধ থাকা জন্ম নিবন্ধন সনদ প্রদান কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কথা বলে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।
গত ০৭ই আগস্ট রোববার বেলা সাড়ে ১১টায় ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও সায়েম ইমরান উপস্থিত ছিলেন।
ডিসি আরও বলেন, অননুমোদিত ইটের ভাটা স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ইট ভাটায় অভিযানে সমস্যাও আছে। অভিযানকে অজুহাত হিসাবে ব্যবহার করে মালিকরা ইটের দাম বাড়িয়ে দিচ্ছেন। তারপরও পরিবেশের জন্য ক্ষতিকর ইটের ভাটা রাখা যাবে না।
ডিসি আনিসুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী ২০০৯ সালে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ। দ্বিতীয় ধাপ ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ। এখানে যাওয়ার জন্য মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে। আমলা-সাংবাদিকরা মিলে কাজ করলে এটা অনেক সহজ হবে। জনগণের সেবার ক্ষেত্রে কঠোর হব জানিয়ে নবাগত জেলা প্রশাসক বলেন, পাবলিক সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে জেলা প্রশাসন আস্থার জায়গা তৈরি করতে চাই। সেবার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া থাকবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফাইল নিষ্পত্তি না করলে সেবা প্রার্থীর যে ক্ষতি হবে সেই টাকাটা তার পকেট থেকেই দিতে হবে। প্রধানমন্ত্রী এই আইন করে দিয়েছেন। শুধু বিধিমালা বাকি আছে। ইনশাআল্লাহ বিধিমালাও হয়ে যাবে। আমরা সেবাকে সেই জায়গা থেকে দেখতে চাই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

যারা চাঁদাবাজি করতে আসবে তাদের খাম্বার সাথে বেঁধে রাখবেন- মুফতী ফয়জুল করিম

অবৈধভাবে দখলকৃত সরকারি ভূমি উদ্ধার করা হবে: ডিসি ঢাকা

আপডেট টাইম : ০৬:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

মঞ্জুরুল ইসলাম রতন :
ঢাকার জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বলেছেন, অবৈধভাবে দখল থাকা সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে। জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারী নাগরিক সেবা বিঘ্নিত করলে, রূঢ় আচরণ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে প্রমাণসহ অভিযোগ করতে হবে। এ ছাড়া বন্ধ থাকা জন্ম নিবন্ধন সনদ প্রদান কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কথা বলে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।
গত ০৭ই আগস্ট রোববার বেলা সাড়ে ১১টায় ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও সায়েম ইমরান উপস্থিত ছিলেন।
ডিসি আরও বলেন, অননুমোদিত ইটের ভাটা স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ইট ভাটায় অভিযানে সমস্যাও আছে। অভিযানকে অজুহাত হিসাবে ব্যবহার করে মালিকরা ইটের দাম বাড়িয়ে দিচ্ছেন। তারপরও পরিবেশের জন্য ক্ষতিকর ইটের ভাটা রাখা যাবে না।
ডিসি আনিসুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী ২০০৯ সালে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ। দ্বিতীয় ধাপ ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ। এখানে যাওয়ার জন্য মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে। আমলা-সাংবাদিকরা মিলে কাজ করলে এটা অনেক সহজ হবে। জনগণের সেবার ক্ষেত্রে কঠোর হব জানিয়ে নবাগত জেলা প্রশাসক বলেন, পাবলিক সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে জেলা প্রশাসন আস্থার জায়গা তৈরি করতে চাই। সেবার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া থাকবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফাইল নিষ্পত্তি না করলে সেবা প্রার্থীর যে ক্ষতি হবে সেই টাকাটা তার পকেট থেকেই দিতে হবে। প্রধানমন্ত্রী এই আইন করে দিয়েছেন। শুধু বিধিমালা বাকি আছে। ইনশাআল্লাহ বিধিমালাও হয়ে যাবে। আমরা সেবাকে সেই জায়গা থেকে দেখতে চাই।