মাহামুদুন নবী :
মাগুরা মহম্মদপুরে ২০০ জন ছাত্রীর মাঝে নতুন গোলাপি রঙয়ের বাইসাকেল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সদরের মহম্মদপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাকেল বিতরণ করা হয়।
মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের ইউনিয়ন ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীকে সাইকেল দেওয়া হয়।
এ অনুষ্ঠানের মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী,বীরেন শিকদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল, অফিসার ইনচার্জ (ওসি) বোরহানুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
রাজাপুরের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী লিমা খাতুন বলে, আমার বাড়ি থেকে বিদ্যালয়েল দুরত্ব প্রায় ৩কিলোমিটার আমি সময় মত স্কুলে পৌঁছাতে পারতাম না। অনেক সময় রাস্তায় দাড়িয়ে থেকে বাড়ি ফিরে এসেছি। ভ্যান বা ইজিবাইকে করে বিদ্যালয়ে যেতে হত। এই বাইসাকেলটি পেয়ে আমি খুব খুশি।
সদরের ৭ম শ্রেণির ছাত্রী মুনিরা বলেন, বাড়ি থেকে বিদ্যালয়ের দুরত্ব প্রায় তিন কিলোমিটার প্রত্যেক দিন স্কুলে যেতে দেরি হয়ে যেত এখন আমি সাইকেল পেয়েছি সাইকেলে যাতায়ত করাব।
নহাটার ৯ম শ্রেণি শিক্ষার্থী ফাতেমা বলেন, আমরা যারা নারী শিক্ষার্থী রয়েছি তাদেরকে উপজেলা প্রশাসন বাইসাকেল উপহার দেওয়ায় ধন্যবাদ জানাই।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল বলেন, এলজিএসপি-৩ এর আওয়াতায় উপজেলা প্রশাসন ৮টি ইউনিয়নের ২৫ টি প্রতিষ্ঠানের ২০০ জন নারী শিক্ষার্থীদের গোলাপি রঙয়ের বাইসাকেল দিযেছি। এই বাইসাইকেল বিতরনের ফলে নারী শিক্ষায় গুরত্বপূণ ভূমিকা রাখবে।