ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্ততার প্রস্তাব বিবেচনায় নেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে- আমিনুল হক জয়পুরহাটে ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর আলোচিত কাফির লাশ উদ্ধার সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও হামলা: আহত-৫ আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই মিরপুর ইস্টার্ণ হাউজিং ডাইং ফ্যাক্টারিতে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব প্রতারণার মাধ্যমে বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়ায় গ্রেফতার বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলন- মাওলানা ইমতিয়াজ আলম

মির্জাগঞ্জে শশুর জামাই মিলে, গাজা  বিক্রি করে স্বামী স্ত্রী সহ গ্রেফতার -৩

মির্জাগঞ্জ প্রতিনিধি  (পটুয়াখালী) :
পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে  রান্না ঘর থেকে আধা কেজি  গাঁজাসহ তিন জনকে গ্রেফতার  করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিষকাটা বাজারে মো.ফিরোজ গাজী ওরফে ভান্ডারীর ভাতের হোটেলে। ফিরোজ গাজী আমড়াগাছিয়া  ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে।
 এসময় হোটেল মালিক ফিরোজ গাজী ওরফে ভান্ডারীর   দুই মেয়ে মোসা:রেকসোনা(৩০),মোসা:শারমিন সুলতানা (১৯) ও জামাই  মো.জাকির হোসেনকে গ্রেফতার করলেও পালিয়ে যেতে সক্ষম হন মো: ফিরোজ গাজী(৫৫) ওরফে ভান্ডারী ও তার স্ত্রী  মোসা:ফরিদা বেগম (৪৫)।
মির্জাগঞ্জ থানার এস, আই জহির  রায়হান  জানান,উপজেলার আমড়াগাছি ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে মো.ফিরোজ গাজী (ওরফে ভান্ডারী) ও তার স্ত্রী ফরিদার মেয়ে রেকসোনা ও শারমিন সুলতানা, এবং ছোট মেয়ে জামাই মুন্সিগঞ্জ জেলার পয়সাগাও গ্রামের সিরাজ বেপারীর ছেলে জাকির হোসেন মিলে উপজেলার মহিষকাটা বাজারে  হোটেল ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতো।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের খাবার হোটেলের রান্না ঘরের মাটির নিচে একটি টিনের জেরের মধ্যে থেকে আধা কেজি গাঁজাসহ রেকসোনা, জাকির ও তার স্ত্রী শারমিন কে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের টের পেয়ে ফিরোজ গাজী ও তার স্ত্রী ফরিদা  সু কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান  বলেন, পাঁচ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয় হয়েছে। এদের মধ্যে  গ্রেফতারকৃত তিন জনকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার

মির্জাগঞ্জে শশুর জামাই মিলে, গাজা  বিক্রি করে স্বামী স্ত্রী সহ গ্রেফতার -৩

আপডেট টাইম : ০২:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
মির্জাগঞ্জ প্রতিনিধি  (পটুয়াখালী) :
পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে  রান্না ঘর থেকে আধা কেজি  গাঁজাসহ তিন জনকে গ্রেফতার  করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিষকাটা বাজারে মো.ফিরোজ গাজী ওরফে ভান্ডারীর ভাতের হোটেলে। ফিরোজ গাজী আমড়াগাছিয়া  ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে।
 এসময় হোটেল মালিক ফিরোজ গাজী ওরফে ভান্ডারীর   দুই মেয়ে মোসা:রেকসোনা(৩০),মোসা:শারমিন সুলতানা (১৯) ও জামাই  মো.জাকির হোসেনকে গ্রেফতার করলেও পালিয়ে যেতে সক্ষম হন মো: ফিরোজ গাজী(৫৫) ওরফে ভান্ডারী ও তার স্ত্রী  মোসা:ফরিদা বেগম (৪৫)।
মির্জাগঞ্জ থানার এস, আই জহির  রায়হান  জানান,উপজেলার আমড়াগাছি ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে মো.ফিরোজ গাজী (ওরফে ভান্ডারী) ও তার স্ত্রী ফরিদার মেয়ে রেকসোনা ও শারমিন সুলতানা, এবং ছোট মেয়ে জামাই মুন্সিগঞ্জ জেলার পয়সাগাও গ্রামের সিরাজ বেপারীর ছেলে জাকির হোসেন মিলে উপজেলার মহিষকাটা বাজারে  হোটেল ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতো।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের খাবার হোটেলের রান্না ঘরের মাটির নিচে একটি টিনের জেরের মধ্যে থেকে আধা কেজি গাঁজাসহ রেকসোনা, জাকির ও তার স্ত্রী শারমিন কে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের টের পেয়ে ফিরোজ গাজী ও তার স্ত্রী ফরিদা  সু কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান  বলেন, পাঁচ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয় হয়েছে। এদের মধ্যে  গ্রেফতারকৃত তিন জনকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।