শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ পূর্বাহ্ন

বাইসাইকেল পেল ১৪৮ জন মেধাবী শিক্ষার্থী

বাইসাইকেল পেল ১৪৮ জন মেধাবী শিক্ষার্থী

মঞ্জুরুল ইসলাম রতন :

মানিকগঞ্জের সিঙ্গাইরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল (শিক্ষা উপকরণ) বিতরণ করা হয়। ২২ আগস্ট (মঙ্গলবার) বিকেলে উপজেলা চত্বরে উপজেলা পরিষদের অর্থায়নে ২৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসায় ১৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় কৃষকদের মাঝে ১২৫ টি স্প্রে মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৩৭ টি ফ্যান, ৫৪২ টি ফুটবল, ৫০ টি ক্রিকেট সেট, ৩৬ টি ভলিবল বিতরণ করা হয়।
এর আগে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল কাইয়ুম খানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, সিংগাইর গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com