শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন

মির্জাগঞ্জে দীর্ঘ ১০ বছর পরে প্রকাশ্যে  ছাত্রদলের  আনন্দ মিছিল

মির্জাগঞ্জে দীর্ঘ ১০ বছর পরে প্রকাশ্যে  ছাত্রদলের  আনন্দ মিছিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জে পটুয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় উপজেলা ছাত্রদল ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিছিলটি মির্জাগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট  আদালত এলাকা থেকে বের হয়ে সুবিদখালী কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ সোহাগের নেতৃত্বে মিছিলটিতে অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্র দল নেতা মোহাম্মদ মিরাজ,মোহাম্মদ  ইব্রাহিম হোসেন সহ  উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মেহেদী হাসান শামীম চৌধুরীকে আহবায়ক ও জাকারিয়া আহম্মেদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য দীর্ঘ ১০ বছর পরে প্রকাশ্যে উপজেলা শহরে গুরুত্বপূর্ণ সড়কে আনন্দমিছিল প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com