ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির ভোটাধিকার ফিরে পেতে চায় দেশের মানুষ, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না – মোস্তফা জামান ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের মধ্যে ক্ষোভ জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া- সৈয়দা রিজওয়ানা হাসান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিধি ভংগ করে পিডি নিয়োগ বরগুনা নির্বাচন অফিসে ভয়াবহ আগুন টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মামলা মিটফোর্ড হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান শুরু

পল্লবী থানার তিন দারোগার ঘুষ বানিজ্যর ভিডিও ফাঁস!

সোহেল রানা :
ডিএমপি পল্লবীর থানার তিন দারোগার ঘুষ বানিজ্যর নয়া কৌশলের একটি ভিডিও খবর বাংলাদেশ পত্রিকার হাতে আসে। ভিডিও সুত্রে জানা যায় গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাত অনুমানিক ১১টার সময় মিরপুর-১২ নম্বরে মোল্লাহ মার্কেটে আবস্থিত মদের বার থেকে নামছিলেন একত্রে ৫ বন্ধু, মোঃ হাবিব, সারোয়ার আলম টিপু, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আকবর ও মোঃ সুজন তারা একটি প্রাইভেট গাড়িতে সিরামিকের গেটর নিকট গেলে পল্লবী থানার তিন দারোগা সিরামিকের গেটে আগে থেকে আবস্থান নেন। কিন্তু ওই ৫ বন্ধুর তথ্য দিচ্ছেন পল্লবীর থানার সোর্স জালাল। আর সোর্স জালালের তথ্য মতে পল্লবী থানার তিন দারোগার মধ্যে এসআই শুভ ও তার সঙ্গীও ফোর্স এএসআই ফয়সাল এবং এএসআই শফিকুল সিরামিকের গেটে “ঢাকা মেট্রো-গ, ১৪-৪০৯৯ নম্বরের কালো রংয়ের প্রাইভেট গাড়িটি সিগনাল দিয়ে দাঁড় তরেন। পরে ৫ বন্ধু জানতে চাই আমাদের কেনো দাড় করলেন? এইআই শুভ বলেন আপনারা এই গাড়ী নিয়ে মাদক ব্যবসা করেন আমাদের নিকট অভিযোগ আছে এই বলে তাদের আটোক করেন। আটোকের পর চলে রফাদফা সারোয়ার আলম টিপুকে বলেন আমাদের নিকট থেকে গাড়ী ছাড়িয়ে নিতে হলে আমাদেরকে দিতে হবে ১৫ লাখ টাকা এর পর বলে ৭ লাখ। এর মধ্যে সোর্স জালাল ঘটনা স্থলে হাজির। অবশেষে ২ লাখ ৬০ হাজার টাকায় ঘুষ বানিজ্য মিমাংশা হয়। সোর্স জালাল “সারোয়ার আলম টিপুর” স্ত্রী রুপার নিকট যায় টাকা আনতে। রুপা ওই রাতে তার স্বর্ণ-গহণা বন্ধক রেখে আরো ধার দেনা করে স্বামিকে ছাড়াতে সোর্স জালালের হাতে ২ লাখ ৬০ হাজার টাকা দেন (তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ)। কিন্তু টাকা নেয়ার পর ওই সোর্সের সন্ধেহ হয় টাকা দেয়ার ভিডিও করছে সারোয়ার আলম টিপুর স্ত্রী রুপা, পরে সিরামিকের গেটে টাকা নিয়ে আসে এবং সোর্স জালাল, এসআই শুভকে ভিডিওর বিষয়টি জানান তখন তাদের গাড়ীটি ছেড়ে দিলেও তাদের ৫ জনকে মিথ্যা মাদক মামলা দিয়ে জেলে পাঠিয়েদেন। আসামিদের মধ্যে হলেন মিরপুর-১০ নম্বরের মোঃ মজিবরের ছেলে হাবিব (২৫), শাহ আলমের ছেলে সারোয়ার আলম টিপু (২৮), মিরপুর-১১ নম্বরের মৃত আনোয়র হোসেনের ছেলে মোঃ সিরাজুল (২৪), আব্দুল কাদের জিলানীর ছেলে আকবর (২৫) এবং মোঃ আলীর ছেলে সুজন (২৩)। পল্লবী থানার মামলা নং ৪০/৭৪৭, তারিখ-১৪-৯-২০২৩ইং। পরবর্তী সংখ্যায় আরও বিস্তারিত আসছে………।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির

পল্লবী থানার তিন দারোগার ঘুষ বানিজ্যর ভিডিও ফাঁস!

আপডেট টাইম : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

সোহেল রানা :
ডিএমপি পল্লবীর থানার তিন দারোগার ঘুষ বানিজ্যর নয়া কৌশলের একটি ভিডিও খবর বাংলাদেশ পত্রিকার হাতে আসে। ভিডিও সুত্রে জানা যায় গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাত অনুমানিক ১১টার সময় মিরপুর-১২ নম্বরে মোল্লাহ মার্কেটে আবস্থিত মদের বার থেকে নামছিলেন একত্রে ৫ বন্ধু, মোঃ হাবিব, সারোয়ার আলম টিপু, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আকবর ও মোঃ সুজন তারা একটি প্রাইভেট গাড়িতে সিরামিকের গেটর নিকট গেলে পল্লবী থানার তিন দারোগা সিরামিকের গেটে আগে থেকে আবস্থান নেন। কিন্তু ওই ৫ বন্ধুর তথ্য দিচ্ছেন পল্লবীর থানার সোর্স জালাল। আর সোর্স জালালের তথ্য মতে পল্লবী থানার তিন দারোগার মধ্যে এসআই শুভ ও তার সঙ্গীও ফোর্স এএসআই ফয়সাল এবং এএসআই শফিকুল সিরামিকের গেটে “ঢাকা মেট্রো-গ, ১৪-৪০৯৯ নম্বরের কালো রংয়ের প্রাইভেট গাড়িটি সিগনাল দিয়ে দাঁড় তরেন। পরে ৫ বন্ধু জানতে চাই আমাদের কেনো দাড় করলেন? এইআই শুভ বলেন আপনারা এই গাড়ী নিয়ে মাদক ব্যবসা করেন আমাদের নিকট অভিযোগ আছে এই বলে তাদের আটোক করেন। আটোকের পর চলে রফাদফা সারোয়ার আলম টিপুকে বলেন আমাদের নিকট থেকে গাড়ী ছাড়িয়ে নিতে হলে আমাদেরকে দিতে হবে ১৫ লাখ টাকা এর পর বলে ৭ লাখ। এর মধ্যে সোর্স জালাল ঘটনা স্থলে হাজির। অবশেষে ২ লাখ ৬০ হাজার টাকায় ঘুষ বানিজ্য মিমাংশা হয়। সোর্স জালাল “সারোয়ার আলম টিপুর” স্ত্রী রুপার নিকট যায় টাকা আনতে। রুপা ওই রাতে তার স্বর্ণ-গহণা বন্ধক রেখে আরো ধার দেনা করে স্বামিকে ছাড়াতে সোর্স জালালের হাতে ২ লাখ ৬০ হাজার টাকা দেন (তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ)। কিন্তু টাকা নেয়ার পর ওই সোর্সের সন্ধেহ হয় টাকা দেয়ার ভিডিও করছে সারোয়ার আলম টিপুর স্ত্রী রুপা, পরে সিরামিকের গেটে টাকা নিয়ে আসে এবং সোর্স জালাল, এসআই শুভকে ভিডিওর বিষয়টি জানান তখন তাদের গাড়ীটি ছেড়ে দিলেও তাদের ৫ জনকে মিথ্যা মাদক মামলা দিয়ে জেলে পাঠিয়েদেন। আসামিদের মধ্যে হলেন মিরপুর-১০ নম্বরের মোঃ মজিবরের ছেলে হাবিব (২৫), শাহ আলমের ছেলে সারোয়ার আলম টিপু (২৮), মিরপুর-১১ নম্বরের মৃত আনোয়র হোসেনের ছেলে মোঃ সিরাজুল (২৪), আব্দুল কাদের জিলানীর ছেলে আকবর (২৫) এবং মোঃ আলীর ছেলে সুজন (২৩)। পল্লবী থানার মামলা নং ৪০/৭৪৭, তারিখ-১৪-৯-২০২৩ইং। পরবর্তী সংখ্যায় আরও বিস্তারিত আসছে………।