কূটনৈতিক প্রতিবেদক :
বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে আন্তোনিও গুতেরেসের এ আহ্বানের কথা জানান।
স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এমন খবরে মহাসচিব উদ্বিগ্ন। এমতাবস্থায় মহাসচিব মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে বিরোধী দলগুলোর গত ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও ধরপাকড় শুরু হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় ২ হাজার ৩০০ নেতা-কর্মীকে সরকার গ্রেপ্তার করেছে বলে দলটি দাবি করেছে।P