অনলাইন ডেস্ক :
সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে ছাড়া হবে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, তাকে (চৌধুরী হাসান সারওয়ার্দী) খোঁজ করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন তিনি এ রকম ফ্রড করলেন। যেই হোক আইনের কাছে সবাই সমান। উনি তো সাজাই-গোছাই নিয়ে আসছে। এবং উনার কাছ থেকেই এই নামটা আসছে। তাকে খোঁজা হচ্ছে তার ব্যবস্থা নেব। ইতোমধ্যে নির্দেশ দিয়েছি।
গত ২৮ অক্টোবর বিএনপির কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে সঙ্গে করে নিয়ে যান সাবেক এই সেনা কর্মকর্তা। এরপর থেকে সারওয়ার্দীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ ঘটনার পর বিএনপির কপালে জনগণের ধিক্কার ছাড়া কিছুই জুটবে না।
২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচির নামে সাংবাদিকদের মারধর, পুলিশ হত্যা, বাসে আগুন- এ বিষয়টি কীভাবে দেখছেন? জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের করা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট, এরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল এটা তারা আবার প্রমাণ করল। কানাডা কোর্ট কিন্তু এ বিষয়টি কয়েক বারই বলেছে। এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেখানে (কানাডা) যারা আশ্রয় চাইতে গিয়েছিল তারা কিন্তু পায়নি।’
শেখ হাসিনা বলেন, ‘মাঝখানে তারা (বিএনপি) কিন্তু শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিল। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, আমাদের সরকার কিন্তু তাতে বাধা দেয়নি। তাদের ওপর একটাই শর্ত ছিল তারা অগ্নি-সংযোগ, ভাঙচুর, এগুলো করবে না। তারা যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল, তারা কিন্তু ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করতেও শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখের যে ঘটনা, বিএনপি যে ঘটনা ঘটাল। বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে মানে মাটিতে ফেলে যেভাবে কোপাল, সাংবাদিকদের ওপর হামলা, সাংবাদিকদের ধরে পেটানো, মারা এবং এই ঘটনার পরে জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না।’
তিনি বলেন, ‘শুধু তাই না, পুলিশকে তো মেরেছেই হাসপাতালে ঢুকে হাসপাতালের অ্যাম্বুলেন্স পুড়িয়েছে, সেখানেও পুলিশের ওপর আক্রমণ। আজকে আপনারা (সাংবাদিকেরা) দেখেন, ইসরায়েল প্যালেস্টাইনের ওপর যেভাবে হামলা করেছে, সেখানে তারা হাসপাতালে বোমা হামলা করল, নারী-শিশুদের হত্যা করেছে এবং সেখানে তাদের সবকিছু বন্ধ করে রেখেছে। আমি তফাৎ (ইসরায়েলের সঙ্গে বিএনপির) তো দেখতে পাচ্ছি না। এটার আমরা তীব্র নিন্দা জানাই।’