ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধকতা আরাকান আর্মি- পররাষ্ট্র উপদেষ্টা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে রফতানি হলো ২৭৩ মেট্রিক টন আলু পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, একজন গ্রেপ্তার মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশি গ্রেপ্তার কাফনের কাপড় বেঁধে গণমিছিলে পলিটেকনিকের শিক্ষার্থীরা আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে- বিএনপি শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি জয়পুরহাটের ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতরণ জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার
বরিশাল-৫

নানককে ঘিরে নতুন গুঞ্জন

বরিশাল-৫। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন নিয়ে গঠিত আসনটি বরিশাল বিভাগের মর্যাদাপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার দৌড়ে শামিল হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সদ্যসাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এতে শামীমের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। এর মধ্যে এই আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন।

সোমবার (২০ নভেম্বর) দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার।

তবে ফরম সংগ্রহের বিষয়ে কিছুই জানেন না উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমি সংগ্রহ করিনি। কে করেছে, আমি জানি না।’ এমনকি এ নিয়ে কেউ তার সঙ্গে যোগাযোগও করেনি। উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা এর আগে ঢাকা-১৩ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারও ঢাকা-১৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে যথারীতি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কর্নেল (অব.) জাহিদ ফারুক ও সাদিক আব্দুল্লাহও। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ‘গত রবিবার কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।’

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, ‘রবিবার মনোনয়ন ফরম সংগ্রহ করে ওই দিনই জমা দিয়েছেন সাদিক আব্দুল্লাহ। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন।’

এ তিনজন ছাড়াও এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেনÑ বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম (এসপি মাহবুব), মো. মশিউর রহমান খান, মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা), অ্যাড. মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন ও এসএম জাকির হোসেন।

বরিশাল বিভাগের ২১ আসনে গত তিন দিনে ২৪১ জন নেতা ফরম সংগ্রহ করেছেন। আর বরিশালের ছয়টি আসনে প্রার্থী হওয়ার দৌড়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৫ জন নেতা। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল-২ আসনে। এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছে ১৫ জন। সবচেয়ে কম ফরম সংগ্রহ হয়েছে বরিশাল-১ আসনে। এ আসনে একমাত্র আবুল হাসানাত আব্দুল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছেলে মঈন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহ। এ সময় গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান হারিচ, উজিরপুর পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারি এবং গৌরনদী উপজেলার ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধকতা আরাকান আর্মি- পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল-৫

নানককে ঘিরে নতুন গুঞ্জন

আপডেট টাইম : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

বরিশাল-৫। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন নিয়ে গঠিত আসনটি বরিশাল বিভাগের মর্যাদাপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার দৌড়ে শামিল হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সদ্যসাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এতে শামীমের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। এর মধ্যে এই আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন।

সোমবার (২০ নভেম্বর) দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার।

তবে ফরম সংগ্রহের বিষয়ে কিছুই জানেন না উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমি সংগ্রহ করিনি। কে করেছে, আমি জানি না।’ এমনকি এ নিয়ে কেউ তার সঙ্গে যোগাযোগও করেনি। উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা এর আগে ঢাকা-১৩ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারও ঢাকা-১৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে যথারীতি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কর্নেল (অব.) জাহিদ ফারুক ও সাদিক আব্দুল্লাহও। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ‘গত রবিবার কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।’

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, ‘রবিবার মনোনয়ন ফরম সংগ্রহ করে ওই দিনই জমা দিয়েছেন সাদিক আব্দুল্লাহ। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন।’

এ তিনজন ছাড়াও এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেনÑ বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম (এসপি মাহবুব), মো. মশিউর রহমান খান, মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা), অ্যাড. মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন ও এসএম জাকির হোসেন।

বরিশাল বিভাগের ২১ আসনে গত তিন দিনে ২৪১ জন নেতা ফরম সংগ্রহ করেছেন। আর বরিশালের ছয়টি আসনে প্রার্থী হওয়ার দৌড়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৫ জন নেতা। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল-২ আসনে। এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছে ১৫ জন। সবচেয়ে কম ফরম সংগ্রহ হয়েছে বরিশাল-১ আসনে। এ আসনে একমাত্র আবুল হাসানাত আব্দুল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছেলে মঈন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহ। এ সময় গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান হারিচ, উজিরপুর পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারি এবং গৌরনদী উপজেলার ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী উপস্থিত ছিলেন।