মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপাট গ্রামে প্রতিপক্ষের হামলায় গোবিন্দ কুমার সাহা হত্যার প্রধান আসামি শিমুল সাহা ওরফে গোপাল সাহা (৩২)কে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করেন মহম্মদপুর থানা পুলিশ। এর সাথে অন্যান্য সব আসামিদের গ্রেফতারের জন্য অব্যহত রয়েছে।
সুত্রে জানা যায়, জমিজমার কলহ নিয়ে গোবিন্দ কুমার সাহাকে কুপিয়ে হত্যা করা হয়। গত ২৫-১১-২০২৩ইং তারিখে নাতীন আয়ন সাহা (২০) এর মোটর সাইকেল করে নিজ বাড়ী হইতে উক্ত ২৫-১১-২০২৩ তারিখ রাত্রি ৯.৪৫ মিঃ এর সময় রাজাপুর গোপাল সাহা ও গৌতম সাহার দোকানের মাঝখানে পাকা রাস্তার উপর নামা মাত্র পূর্বে উৎ পেতে থাকা সন্ত্রাসীর ১। শিমুল সাহা ওরফে গোপাল সাহা (৩২), ২। সৌরভ সাহা (৩০), উভয় পিতা-শক্তি নাথ সাহা, ৩। শক্তি নাথ সাহা (৫৫), ৪। গৌতম সাহা (৪৮), ৫। কৃষ্ণ গোপাল সাহা (৫২), উভয় পিতা-মৃত-অজিত কুমার সাহা, ৬। রাজ সাহা (২৫), পিতা- কৃষ্ণ গোপাল সাহা, ৭। সুধাংশু বিশ্বাস (৪৫), ৮। সুভাষ বিশ্বাস (৫০), পিং-মৃত-নিতাই পদ বিশ্বাস, ৯। প্রভাস সরকার (৪৭), পিং-মৃত-সূর্য কান্ত সরকার, ১০। উজ্জল সরকার (৪৪), পিং-ঝড়ুলাল সরকার, সর্বসাং-রাজপাট, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা। সবাই একত্রিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
ওই রাত্রে মোটর সাইকেল যোগে মাগুরা সদর হাসপাতালে নিলে অবস্থা অবনতি দেখা দিলে উন্নতি চিকিৎসার জন্য আবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ০১-১২-২০২৩ইং তারিখে সকাল ৮.৪০ মিনিট এর সময় মৃত্যুবরণ করেন।
শিরোনাম :
মহম্মদপুরে গোবিন্দ হত্যার প্রধান আসামি শিমুল সাহা গ্রেফতার
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- ৮৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ