বিশেষ প্রতিনিধি :
অবশেষে বন্ধ হলো রাজধানীর দারুসসালাম থানাধীন মিরপুর বড় বাজার ইকো পার্কের বাউন্ডারির মধ্যে নগ্নতা আর র্যাফেল ড্র জুয়ার মেলা। বুধবার দারুসসালাম থানা পুলিশ মেলাটি বন্ধ করে দেয়। ডিএমপি সদরদপ্তর থেকে ২০ টাকা প্রবেশ ফি দেখিয়ে বড় বাজার এলাকার ইজারাদার ইসমাইল হোসেন গণমাধ্যেম পেশাদারী শিল্প নামের উপর নাম দিয়ে মেলার অনুমতি পত্র আনে।
মেলা শুরুর পরদিন থেকেই নাচ গানের নামে নগ্ন নৃত্য আর জুয়ায় মেতে উঠে মেলা প্রাঙ্গণ। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় নগ্ন নৃত্য আর জুয়া বন্ধ করে দেয় পুলিশ। এরপর ইজারাদার ইসমাইল হোসেন র্যাফেল ড্র’র নামে কৌশল অবলম্বন করে জুয়া চালিয়ে আসছিলো। বিষয়টি বুঝতে পারে দারুসসালাম থানার ওসি মোঃ নজরুল ইসলাম বুধবার রাতে মেলাটি বন্ধ করে দেন।