ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু সিরাজদিখানে চিকিৎসা দিচ্ছেন ৮ম শ্রেনী পাশ ভুয়া চিকিৎসক চাঁন মিয়া সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন বিডিআর হত্যাকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে ৬ বছর পর বিএনপির জনসভা নিজ বাড়ির উঠানে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর নওগাঁয় নার্সিং ইনষ্টিটিউটে পরিক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা: সমালোচনার জট কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

ক্যাপ্টেনের ‘ভালোবাসার পাখি’

নাদিম আহমেদ অনিক:
নতুন বছর ২০২৪ এর শুরুতেই ভালোবাসার পাখি শিরোনামে প্রকাশিত হলো সংগীত শিল্পী ক্যাপ্টেনের নতুন গান। শিশির সাধক’র কথা ও সুরে, জনপ্রিয় বাঁশি বাদক জালালের বাঁশি ও ওয়াহিদ শাহিন এর সংগীত আয়োজনে ‘ক্যাপ্টেন গান বাজার’ এর ব্যানারে সাম্পতিক মুক্তি পেয়েছে এ গানটি। ২০১৩ সালে যাযাবর ব্যান্ডের ভোকাল হিসেবে যুক্ত হোন ক্যাপ্টেন।

অন্যন্য ব্যান্ড বা সোলো শিল্পীদের তুলনায় তার গানের সংখ্যা খুবই কম থাকলেও, ‘জি সিরিজে’র ব্যানারে ২০১৫ সালে “বিশ্বাসের একটা ব্যাপার” শিরোনামে ক্যাপ্টেনের যাযাবর ব্যান্ডের প্রথম এ্যালবাম প্রকাশিত হলে দারুণ সাড়া ফেলে ভক্তদের হৃদয়ে। দুটি মৌলিক গান ও লালন সাঁইজির গান নিয়ে মোট সাতটি গানে সাজানো হয়েছিল সেই এ্যালবামটি। সে এ্যালবামে শিশির সাধকের কথা ও সুরে ফোক ঘারানার মৌলিক গান ‘ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার’ গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেয়। অসংখ্য সঙ্গীত প্রেমী শিল্পী ও সাধারণ শ্রোতারা গানটিকে ভালোবেসে কাভার ও করেছেন।

এর পর থেকেই স্টেজ ও টিভি প্রোগ্রাম গুলোতে বেশ মনোযোগী হয় সংগীত শিল্পি ক্যাপ্টেন। বেশ কয়েক বছর পেরিয়ে যাযাবর শিরোনামে যাযাবর ব্যান্ডের মৌলিক মিউজিক্যাল ফিল্ম ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। ক্যাপ্টেন খবর বাংলাদেশকে জানান, চলতি বছরেই জীবন যাত্রা শিরোনামে যাযাবর ব্যান্ডের ৩য় মৌলিক এ্যালবাম আসতে চলেছে, ব্যান্ডের কাজের পাশাপাশি কিছু সোলো প্রোজেক্ট নিয়েও নিজের মতো করে কাজ করতে চাই। ভালোবাসার পাখি ঠিক তেমনি এক উদাহরণ। শিশির সাধকের কথা ও সুরে ভালোবাসার পাখি গানটিকে সাজানো হয়েছে একেবারে আলাদা আঙ্গিকে।বাংলা ফোক সঙ্গীত আয়োজনে সাজানো হয়েছে গানটিকে। আশা করছি গানটি সকলের মনের মতোই হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

ক্যাপ্টেনের ‘ভালোবাসার পাখি’

আপডেট টাইম : ০১:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

নাদিম আহমেদ অনিক:
নতুন বছর ২০২৪ এর শুরুতেই ভালোবাসার পাখি শিরোনামে প্রকাশিত হলো সংগীত শিল্পী ক্যাপ্টেনের নতুন গান। শিশির সাধক’র কথা ও সুরে, জনপ্রিয় বাঁশি বাদক জালালের বাঁশি ও ওয়াহিদ শাহিন এর সংগীত আয়োজনে ‘ক্যাপ্টেন গান বাজার’ এর ব্যানারে সাম্পতিক মুক্তি পেয়েছে এ গানটি। ২০১৩ সালে যাযাবর ব্যান্ডের ভোকাল হিসেবে যুক্ত হোন ক্যাপ্টেন।

অন্যন্য ব্যান্ড বা সোলো শিল্পীদের তুলনায় তার গানের সংখ্যা খুবই কম থাকলেও, ‘জি সিরিজে’র ব্যানারে ২০১৫ সালে “বিশ্বাসের একটা ব্যাপার” শিরোনামে ক্যাপ্টেনের যাযাবর ব্যান্ডের প্রথম এ্যালবাম প্রকাশিত হলে দারুণ সাড়া ফেলে ভক্তদের হৃদয়ে। দুটি মৌলিক গান ও লালন সাঁইজির গান নিয়ে মোট সাতটি গানে সাজানো হয়েছিল সেই এ্যালবামটি। সে এ্যালবামে শিশির সাধকের কথা ও সুরে ফোক ঘারানার মৌলিক গান ‘ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার’ গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেয়। অসংখ্য সঙ্গীত প্রেমী শিল্পী ও সাধারণ শ্রোতারা গানটিকে ভালোবেসে কাভার ও করেছেন।

এর পর থেকেই স্টেজ ও টিভি প্রোগ্রাম গুলোতে বেশ মনোযোগী হয় সংগীত শিল্পি ক্যাপ্টেন। বেশ কয়েক বছর পেরিয়ে যাযাবর শিরোনামে যাযাবর ব্যান্ডের মৌলিক মিউজিক্যাল ফিল্ম ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। ক্যাপ্টেন খবর বাংলাদেশকে জানান, চলতি বছরেই জীবন যাত্রা শিরোনামে যাযাবর ব্যান্ডের ৩য় মৌলিক এ্যালবাম আসতে চলেছে, ব্যান্ডের কাজের পাশাপাশি কিছু সোলো প্রোজেক্ট নিয়েও নিজের মতো করে কাজ করতে চাই। ভালোবাসার পাখি ঠিক তেমনি এক উদাহরণ। শিশির সাধকের কথা ও সুরে ভালোবাসার পাখি গানটিকে সাজানো হয়েছে একেবারে আলাদা আঙ্গিকে।বাংলা ফোক সঙ্গীত আয়োজনে সাজানো হয়েছে গানটিকে। আশা করছি গানটি সকলের মনের মতোই হবে।