ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক নতুন ব্যাগ নিয়ে বিদ্যালয়ে হাজির ক্ষুদে শিক্ষার্থীদের চমকে দিলেন ইউএনও আড়পাড়া ডিগ্রি কলেজে নিয়োগ বাণিজ্য ও স্বাক্ষর জালিয়াতি  গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ বিশেষ চুক্তিতে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে রেটকোট ফাঁস করেছেন পিডি মঞ্জুরুল হক! ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ শিশু হাসপাতালে মাসুদ রানা ও নান্নুর ভয়ংকর সিন্ডিকেট! ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক; সফল হবে না, জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে – আমিনুল হক নির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই ১৬ প্রতিষ্ঠান সিলগালা করল বেবিচক মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস বয়সী দুই যজম কন্যা শিশুকে হত্যার অভিযোগ পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের সেই কর্মকর্তাকে বরখাস্ত

ক্যাপ্টেনের ‘ভালোবাসার পাখি’

নাদিম আহমেদ অনিক:
নতুন বছর ২০২৪ এর শুরুতেই ভালোবাসার পাখি শিরোনামে প্রকাশিত হলো সংগীত শিল্পী ক্যাপ্টেনের নতুন গান। শিশির সাধক’র কথা ও সুরে, জনপ্রিয় বাঁশি বাদক জালালের বাঁশি ও ওয়াহিদ শাহিন এর সংগীত আয়োজনে ‘ক্যাপ্টেন গান বাজার’ এর ব্যানারে সাম্পতিক মুক্তি পেয়েছে এ গানটি। ২০১৩ সালে যাযাবর ব্যান্ডের ভোকাল হিসেবে যুক্ত হোন ক্যাপ্টেন।

অন্যন্য ব্যান্ড বা সোলো শিল্পীদের তুলনায় তার গানের সংখ্যা খুবই কম থাকলেও, ‘জি সিরিজে’র ব্যানারে ২০১৫ সালে “বিশ্বাসের একটা ব্যাপার” শিরোনামে ক্যাপ্টেনের যাযাবর ব্যান্ডের প্রথম এ্যালবাম প্রকাশিত হলে দারুণ সাড়া ফেলে ভক্তদের হৃদয়ে। দুটি মৌলিক গান ও লালন সাঁইজির গান নিয়ে মোট সাতটি গানে সাজানো হয়েছিল সেই এ্যালবামটি। সে এ্যালবামে শিশির সাধকের কথা ও সুরে ফোক ঘারানার মৌলিক গান ‘ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার’ গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেয়। অসংখ্য সঙ্গীত প্রেমী শিল্পী ও সাধারণ শ্রোতারা গানটিকে ভালোবেসে কাভার ও করেছেন।

এর পর থেকেই স্টেজ ও টিভি প্রোগ্রাম গুলোতে বেশ মনোযোগী হয় সংগীত শিল্পি ক্যাপ্টেন। বেশ কয়েক বছর পেরিয়ে যাযাবর শিরোনামে যাযাবর ব্যান্ডের মৌলিক মিউজিক্যাল ফিল্ম ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। ক্যাপ্টেন খবর বাংলাদেশকে জানান, চলতি বছরেই জীবন যাত্রা শিরোনামে যাযাবর ব্যান্ডের ৩য় মৌলিক এ্যালবাম আসতে চলেছে, ব্যান্ডের কাজের পাশাপাশি কিছু সোলো প্রোজেক্ট নিয়েও নিজের মতো করে কাজ করতে চাই। ভালোবাসার পাখি ঠিক তেমনি এক উদাহরণ। শিশির সাধকের কথা ও সুরে ভালোবাসার পাখি গানটিকে সাজানো হয়েছে একেবারে আলাদা আঙ্গিকে।বাংলা ফোক সঙ্গীত আয়োজনে সাজানো হয়েছে গানটিকে। আশা করছি গানটি সকলের মনের মতোই হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক

ক্যাপ্টেনের ‘ভালোবাসার পাখি’

আপডেট টাইম : ০১:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

নাদিম আহমেদ অনিক:
নতুন বছর ২০২৪ এর শুরুতেই ভালোবাসার পাখি শিরোনামে প্রকাশিত হলো সংগীত শিল্পী ক্যাপ্টেনের নতুন গান। শিশির সাধক’র কথা ও সুরে, জনপ্রিয় বাঁশি বাদক জালালের বাঁশি ও ওয়াহিদ শাহিন এর সংগীত আয়োজনে ‘ক্যাপ্টেন গান বাজার’ এর ব্যানারে সাম্পতিক মুক্তি পেয়েছে এ গানটি। ২০১৩ সালে যাযাবর ব্যান্ডের ভোকাল হিসেবে যুক্ত হোন ক্যাপ্টেন।

অন্যন্য ব্যান্ড বা সোলো শিল্পীদের তুলনায় তার গানের সংখ্যা খুবই কম থাকলেও, ‘জি সিরিজে’র ব্যানারে ২০১৫ সালে “বিশ্বাসের একটা ব্যাপার” শিরোনামে ক্যাপ্টেনের যাযাবর ব্যান্ডের প্রথম এ্যালবাম প্রকাশিত হলে দারুণ সাড়া ফেলে ভক্তদের হৃদয়ে। দুটি মৌলিক গান ও লালন সাঁইজির গান নিয়ে মোট সাতটি গানে সাজানো হয়েছিল সেই এ্যালবামটি। সে এ্যালবামে শিশির সাধকের কথা ও সুরে ফোক ঘারানার মৌলিক গান ‘ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার’ গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেয়। অসংখ্য সঙ্গীত প্রেমী শিল্পী ও সাধারণ শ্রোতারা গানটিকে ভালোবেসে কাভার ও করেছেন।

এর পর থেকেই স্টেজ ও টিভি প্রোগ্রাম গুলোতে বেশ মনোযোগী হয় সংগীত শিল্পি ক্যাপ্টেন। বেশ কয়েক বছর পেরিয়ে যাযাবর শিরোনামে যাযাবর ব্যান্ডের মৌলিক মিউজিক্যাল ফিল্ম ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। ক্যাপ্টেন খবর বাংলাদেশকে জানান, চলতি বছরেই জীবন যাত্রা শিরোনামে যাযাবর ব্যান্ডের ৩য় মৌলিক এ্যালবাম আসতে চলেছে, ব্যান্ডের কাজের পাশাপাশি কিছু সোলো প্রোজেক্ট নিয়েও নিজের মতো করে কাজ করতে চাই। ভালোবাসার পাখি ঠিক তেমনি এক উদাহরণ। শিশির সাধকের কথা ও সুরে ভালোবাসার পাখি গানটিকে সাজানো হয়েছে একেবারে আলাদা আঙ্গিকে।বাংলা ফোক সঙ্গীত আয়োজনে সাজানো হয়েছে গানটিকে। আশা করছি গানটি সকলের মনের মতোই হবে।