কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০৫ পিস ইয়াবা সহ, পাসবর্তী উজিরপুর উপজেলার হারতা গ্রামের মৃত: শরৎ চন্দ্র বড়ালের ছেলে সুব্রত বড়াল (২৮) এবং জামবাড়ী (মল্লিক বাড়ী) গ্রামের ইউনুস মল্লিকের ছেলে স্বপন মল্লিক (২০) সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানাযায়, গতকাল সোমবার বিকালে এসআই মোঃ কামরুল ইসলাম ও এ এস আই হাসমত উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি সার্বজনীন দূর্গা মন্দির সংলগ্ন এলাকা হইতে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে তাদের। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন- ২০৫ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।