ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক নতুন ব্যাগ নিয়ে বিদ্যালয়ে হাজির ক্ষুদে শিক্ষার্থীদের চমকে দিলেন ইউএনও আড়পাড়া ডিগ্রি কলেজে নিয়োগ বাণিজ্য ও স্বাক্ষর জালিয়াতি  গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ বিশেষ চুক্তিতে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে রেটকোট ফাঁস করেছেন পিডি মঞ্জুরুল হক! ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ শিশু হাসপাতালে মাসুদ রানা ও নান্নুর ভয়ংকর সিন্ডিকেট! ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক; সফল হবে না, জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে – আমিনুল হক নির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই ১৬ প্রতিষ্ঠান সিলগালা করল বেবিচক মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস বয়সী দুই যজম কন্যা শিশুকে হত্যার অভিযোগ পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের সেই কর্মকর্তাকে বরখাস্ত

আলোকের সুপারভাইজার কর্তৃক ডাক্তারের সহকারী ধর্ষণ!

স্টাফ রিপোর্টার :
আলোক হাসপাতাল পল্লবী ব্র্যাঞ্চের ডাক্তারের সহকারী ইতি আক্তার (২২) কে ওই একই হাসপাতালের সুপার ভাইজার বশির সিকদার (৩৪), বিভিন্ন প্রলোভন দেখাইয়া জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে এবং তাহার মোবাইলের ক্যামেরা দিয়া ধর্ষনের ভিডিও ধারন করে। পরবর্তীতে বশির সিকদার উক্ত ধর্ষনের ভিডিও দেখাইয়া ব্লাকমেইল করার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হইলে উক্ত আলোক হাসপাতালের কর্তৃপক্ষ বশির সিকদারকে চাকরি হইতে বাদ দিলে বর্তমানে তিনি ডিজি ল্যাবে যোগদান করেন বলে জানা যায়।
সুত্রে জানা যায়, গত ইং ২০/১১/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় আলোকের সুপার ভাইজার বশির সিকদার পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ধ, রোড- ৩, বাসা-২৬০, ২য় তলায় ইতি আক্তারের বর্ণিত ঠিকানার যায়।ওই সময় বাসার ভিতরে কেহ না থাকার সুবাদে বশির সিকদার রুমের দরজা ভিতর থেকে ছিটকানী দিয়া বিভিন্ন প্রলোভন দেখাইয়া ধর্ষন করে বলে জানা যায়। এবং তাহার মোবাইলে সেই ধর্ষনের ভিডিও ধারণ করেন। পরবর্তিতে সেই ভিডিও ইতি আক্তারের স্বামীকে দেখাইয়া সংসার ভাংগারও চেষ্টা করেন বলে জানা যায়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক

আলোকের সুপারভাইজার কর্তৃক ডাক্তারের সহকারী ধর্ষণ!

আপডেট টাইম : ০৮:২১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার :
আলোক হাসপাতাল পল্লবী ব্র্যাঞ্চের ডাক্তারের সহকারী ইতি আক্তার (২২) কে ওই একই হাসপাতালের সুপার ভাইজার বশির সিকদার (৩৪), বিভিন্ন প্রলোভন দেখাইয়া জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে এবং তাহার মোবাইলের ক্যামেরা দিয়া ধর্ষনের ভিডিও ধারন করে। পরবর্তীতে বশির সিকদার উক্ত ধর্ষনের ভিডিও দেখাইয়া ব্লাকমেইল করার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হইলে উক্ত আলোক হাসপাতালের কর্তৃপক্ষ বশির সিকদারকে চাকরি হইতে বাদ দিলে বর্তমানে তিনি ডিজি ল্যাবে যোগদান করেন বলে জানা যায়।
সুত্রে জানা যায়, গত ইং ২০/১১/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় আলোকের সুপার ভাইজার বশির সিকদার পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ধ, রোড- ৩, বাসা-২৬০, ২য় তলায় ইতি আক্তারের বর্ণিত ঠিকানার যায়।ওই সময় বাসার ভিতরে কেহ না থাকার সুবাদে বশির সিকদার রুমের দরজা ভিতর থেকে ছিটকানী দিয়া বিভিন্ন প্রলোভন দেখাইয়া ধর্ষন করে বলে জানা যায়। এবং তাহার মোবাইলে সেই ধর্ষনের ভিডিও ধারণ করেন। পরবর্তিতে সেই ভিডিও ইতি আক্তারের স্বামীকে দেখাইয়া সংসার ভাংগারও চেষ্টা করেন বলে জানা যায়।