ইস্রাফিল খান কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার প্রতিবাদ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনের সড়কে স্বাস্থ্য সেবা বঞ্চিত জনগণের ব্যানারে ৫ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় স্বাস্থ্যসেবা বঞ্চিত মশিউর রহমান, সোহান মৃধা, মাহিম শেখ, লিমন হালদার, কবিতা মজুমদার, সুমিতা জয়ধর, মাসুমা বেগম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যস্থাপনার কারনে কোটালীপাড়া উপজেলার সাধারণ জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার ভোটার হয়েও এই হাসপাতালে চিকিৎসা নিতে এসে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছি। এখানে চিকিৎসার সকল ব্যবস্থা থাকা সত্তে¡ও ডা. নন্দা সেন গুপ্তার উদাসীনতার কারনে আমরা স্বাস্থ্যসেবা পাচ্ছি না। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে ডা. নন্দা সেন গুপ্তার অপাসারণ দাবী করছি।
এ বিষয়ে জানার জন্য ডা. নন্দা সেন গুপ্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- ৮৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ