এমামুল, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি-:
আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সকালে ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এসব চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ছাতিয়ান গ্রাম ৯ টি ওয়ার্ডের মধ্যে ১’হাজার ৭’শত ৬৭টি অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।মোট ১৭ টন ৬শো ৭০ কেজি চাল ৯টি ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভিজিএফ এর চাল বিতরণকালে ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু বলেন, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরন চলছে।একই দিনে এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে চাল বিতরণ হচ্ছে। একটি একটি করে সকল ওয়ার্ডে, পর্যাক্রমে সকল ওয়ার্ডে এই চাউল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ান গ্রাম ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান আব্দুল হক আবু ,ইউনিয়ন পরিষদ সচিব কুদরত-এ- ইলাহী,’ ইউপি সদস্য সুদেব কুমার ,মহসিন,জীবন, ওয়ার্ড মহিলা সদস্য মোছা:সবিতা আখতার,অত্র ইউপি,হিসাব সহকারী ও গ্রাম পুলিশগণ এবং উপকার ভোগীরা।