ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজদিখানে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ গাজীপুরে আদালত পাড়ায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের উপর ডিম নিক্ষেপ গাজীপুরে আজান নিয়ে আপত্তি, সচিব রিমির বিরুদ্ধে বিক্ষোভ ভারত-বাংলাদেশ দুই দেশেরই অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে- পররাষ্ট্র উপদেষ্টা কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ সান্তাহারে ভটভটি-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মিরপুর শাহআলী মাজারে পুলিশের নাকের ডগায় মাদক ব্যবসা বাংলাদেশ-ভারত সুসম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাসের- প্রণয় ভার্মা গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামির ইন্তেকাল মিরপুরের আলোচিত আলমগীর চৌধুরী এখন বিএনপির সক্রিয় কর্মি!

ডিএমপির চকবাজার মডেল থানা কর্তৃক পেশাদার চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের চকবাজার থানার একটি বিশেষ টিম কর্তৃক পেশাদার চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে।
চকবাজার মডেল থানাধীন ৪৯/বি পূর্ব ইসলামবাগের ভাড়াটিয়া, মোঃ মোস্তফা মিয়ার ছেলে জনাব মোঃ হাফিজুল ইসলাম (৪২), গ্রামের বাড়ী সাং-কিসমত মদাতি, ওয়ার্ড নং-০৮, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট, ঢাকা, তাহারা গত ০৯/০৪/২০২৪ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় স্ব-পরিবারে ঈদ উৎযাপনের উদ্দেশ্যে গ্রামের বাড়ি লালমনিরহাট যায়। ঈদ উৎযাপন শেষে গত ইং ১২/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় চকবাজার মডেল থানাধীন ৪৯/বি পূর্ব ইসলামবাগ ৫ম তলার ডান পাশের্^র বাদীর ভাড়াকৃত ফ্ল্যাটে প্রবেশ কালে বাদীর বাসার মূল গেইটের হেজবল্টের লক ভাঙ্গা দেখে চিৎকার করলে বাড়িওয়ালা মোঃ হোসেন(৪৩) ও বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ফ্ল্যাটের গেইটের সামনে আসেন। পরবর্তীতে বাদীসহ বাড়িওয়ালা এবং অন্যান্য ভাড়াটিয়ারা ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে দেখে যে, সকল রুম এলোমেলো। ফ্ল্যাটের ভিতরে দুইটি বেডরুমের কাপড় চোপড় এলোমেলোভাবে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। বাদীর শয়ন কক্ষের স্টিলের আলমারির তালা ভেঙ্গে ড্রয়ার হতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ইং ০৯/০৪/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘদিটকা হতে ইং ১২/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার মধ্যে চকবাজার মডেল থানাধীন ৪৯/বি পূর্ব ইসলামবাগ ৫ম তলার ডান পাশের ফ্ল্যাট হতে যে কোন সময় নগদ ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকাসহ বিভিন্ন ধরণের স্বর্ণালংকার যার মূল্য অনুমান ৩,৪০,০০০/-(তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা, ৪০০ (চারশত) ইউএস ডলার এবং ০১ (এক) টি স্মার্ট ফোন, যার মূল্য ১০,০০০/-(দশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। বাদীর এরুপ অভিযোগের প্রেক্ষিতে সূত্রে বর্নিত মামলা রুজু পূর্বক উহার তদন্তভার এসআই/রাইসুল ইসলাম এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে একে একে মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১। মোঃ মিরাজ হোসেন (৩৫), ২। মোঃ মামুন (৩৪), ৩। মোঃ সায়মন (৩০), ৪। অমিত হাসান ইয়াসিন (২১), ৫। বরুন (৫০), ৬। হাসিনা বেগম (৫২) এবং ৭। জামিলা খাতুন হ্যাপি (১৮)।
আসামীদের দেওয়া তথ্য মতে তাদের হেফাজত হতে সূত্রে বর্ণিত মামলার চোরাই আলামত হিসেবে ১। একটি স্বর্ণের ছোট আংটি, যার ওজন ১ আনা, ২। তিনটি রুপার পায়েল, যার ওজন ০৩(তিন) ভরি, ৩। একটি রিয়েলমি স্মার্ট ফোন এবং ১,০০০(এক হাজার) টাকার দুইটি নোট, ৪। একটি স্বর্ণের নাক ফুল, যার ওজন ০২ (দুই) রতি, ৫। গলানো স্বর্ণ, যার ওজন-০৩ (তিন) ভরি উদ্ধার পূর্বক জব্দ করে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সিরাজদিখানে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

ডিএমপির চকবাজার মডেল থানা কর্তৃক পেশাদার চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের চকবাজার থানার একটি বিশেষ টিম কর্তৃক পেশাদার চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে।
চকবাজার মডেল থানাধীন ৪৯/বি পূর্ব ইসলামবাগের ভাড়াটিয়া, মোঃ মোস্তফা মিয়ার ছেলে জনাব মোঃ হাফিজুল ইসলাম (৪২), গ্রামের বাড়ী সাং-কিসমত মদাতি, ওয়ার্ড নং-০৮, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট, ঢাকা, তাহারা গত ০৯/০৪/২০২৪ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় স্ব-পরিবারে ঈদ উৎযাপনের উদ্দেশ্যে গ্রামের বাড়ি লালমনিরহাট যায়। ঈদ উৎযাপন শেষে গত ইং ১২/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় চকবাজার মডেল থানাধীন ৪৯/বি পূর্ব ইসলামবাগ ৫ম তলার ডান পাশের্^র বাদীর ভাড়াকৃত ফ্ল্যাটে প্রবেশ কালে বাদীর বাসার মূল গেইটের হেজবল্টের লক ভাঙ্গা দেখে চিৎকার করলে বাড়িওয়ালা মোঃ হোসেন(৪৩) ও বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ফ্ল্যাটের গেইটের সামনে আসেন। পরবর্তীতে বাদীসহ বাড়িওয়ালা এবং অন্যান্য ভাড়াটিয়ারা ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে দেখে যে, সকল রুম এলোমেলো। ফ্ল্যাটের ভিতরে দুইটি বেডরুমের কাপড় চোপড় এলোমেলোভাবে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। বাদীর শয়ন কক্ষের স্টিলের আলমারির তালা ভেঙ্গে ড্রয়ার হতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ইং ০৯/০৪/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘদিটকা হতে ইং ১২/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার মধ্যে চকবাজার মডেল থানাধীন ৪৯/বি পূর্ব ইসলামবাগ ৫ম তলার ডান পাশের ফ্ল্যাট হতে যে কোন সময় নগদ ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকাসহ বিভিন্ন ধরণের স্বর্ণালংকার যার মূল্য অনুমান ৩,৪০,০০০/-(তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা, ৪০০ (চারশত) ইউএস ডলার এবং ০১ (এক) টি স্মার্ট ফোন, যার মূল্য ১০,০০০/-(দশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। বাদীর এরুপ অভিযোগের প্রেক্ষিতে সূত্রে বর্নিত মামলা রুজু পূর্বক উহার তদন্তভার এসআই/রাইসুল ইসলাম এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে একে একে মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১। মোঃ মিরাজ হোসেন (৩৫), ২। মোঃ মামুন (৩৪), ৩। মোঃ সায়মন (৩০), ৪। অমিত হাসান ইয়াসিন (২১), ৫। বরুন (৫০), ৬। হাসিনা বেগম (৫২) এবং ৭। জামিলা খাতুন হ্যাপি (১৮)।
আসামীদের দেওয়া তথ্য মতে তাদের হেফাজত হতে সূত্রে বর্ণিত মামলার চোরাই আলামত হিসেবে ১। একটি স্বর্ণের ছোট আংটি, যার ওজন ১ আনা, ২। তিনটি রুপার পায়েল, যার ওজন ০৩(তিন) ভরি, ৩। একটি রিয়েলমি স্মার্ট ফোন এবং ১,০০০(এক হাজার) টাকার দুইটি নোট, ৪। একটি স্বর্ণের নাক ফুল, যার ওজন ০২ (দুই) রতি, ৫। গলানো স্বর্ণ, যার ওজন-০৩ (তিন) ভরি উদ্ধার পূর্বক জব্দ করে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।