ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে পররাষ্ট্র  উপদেষ্টার শোক গাজীপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সাভার আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলা গাজীপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় গাজীপুরে কর্পোরেট কোম্পানি থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষায় আলোচনা সভা সিরাজদিখানে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা; ছিনিয়ে নিয়েছে টাকা- স্বর্ণালংকার গাজীপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক শীত বস্ত্র বিতরণ আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

নওগাঁয় নির্মানাধীন স্থাপনা বেআইনীভাবে ভাংচুরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

নাদিম আহমেদ অনিক :

নওগাঁয় বৈধ জমীতে নির্মানাধীন দোকান ঘর বেআইনীভাবে ভাংচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলা সদরের পার-নওগাঁ রজাকপুর (০৯ নং ওয়ার্ড) ট্রাকটার্মিনাল এলাকায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জমির মালিকানার অংশিদার সানজিদা আক্তার উর্মির বিবাহীত স্বামী মোঃ শামিম মাহমুদ গত শনিবার (২০ এপ্রিল-২৪) নওগাঁ সদর মডেল থানায় ১।আসাদুজ্জামান সাগর (৪০) (নওগাঁ সদর ৯নং ওয়ার্ড কাউন্সিলর) ২। আবুল কালাম আজাদ (৫০) উভয় পিতা-মৃত আব্দুল মজিদ সরদার, ৩।মোঃ আব্দুর রশিদ সরদার (৬৮), ৪। মোঃ নুরুল ইসলাম নুরু (৬৫) উভং পিতা- মৃত অছির উদ্দিন সরদার, সর্ব সাং- পার নওগাঁ রজাকপুর,থানা ও জেলা- নওগাঁ দ্বয়কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়,  রজাকপুর মৌজার ৬২০ হাল দাগের ৩.২৫ শতাংশ জমি, যার আর.এস খতিয়ান নং- ২২৮, এ জমিটি দানপত্র হিসেবে মালিক সানজিদা আক্তার উর্মি সহ তার ৪ বোন গত ১২ বছর ধরে ভোগ দখল করে আসছিল। উর্মি ও অপর মালিকগন- সুরাইয়া আক্তার রেশমা, শামীমা আক্তার রোমা, শাম্মি আক্তার রুমী এবং শারমির আক্তার সুমি একত্রে পরামর্শে  উক্ত জমীতে দোকান ঘর নির্মানের উদ্দ্যোগ গ্রহণ করে কাজ চলমান করলে স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান সাগর তার বাবা মৃত আব্দুল মজিদ এর জমী দাবী করে বাঁধা সৃষ্টি করে নানান ভয়-ভীতি দেখিয়ে চলমান কাজ বন্ধ করে দেয়।
যার পরিপেক্ষিতে গত ১৫ এপ্রিল-২০২৪ (সোমবার) সানজিদা আক্তার উর্মী বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা থেকে উভয় পক্ষকে মিমাংসার জন্য গত ১৮ এপিল (বৃহস্পতিবার) ডেকে পাঠানো হলে অভিযোগকারী পক্ষ জমীর সকল বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত হলেও অভিযুক্তরা উপস্থিত না হয়ে গত ১৯ এপিল ভোর রাতে আসাদুজ্জামান সাগর দলবদ্ধ হয়ে সানজিদা আক্তার উর্মীগণের নির্মানাধী স্থাপনা ভাংচুর করে।
ভুক্তভোগী উর্মী বলেন, আমার পৈতিক সম্পত্তিতে আমরা ৫ বোন মিলে দোকান ঘড় নির্মান করতে চেয়েছিলাম কিন্তু আসাদুজ্জামান সাগর একজন জনপ্রতিনিধি হওয়াই তার ক্ষমতার জোরে বার বার আমাদের ৫ বোনের পরিবারকে বিপদগ্রস্থ্য করছে। এ জমিটি আমার বাবা আমাদের লিখে দিয়েছে, যার যাবতীয় কাগজপত্র আমাদের কাছে আছে। আমরা এর সুস্থ্য বিচার চাই।
উর্মীর স্বামী শামিম মাহমুদ জানান, আমার স্ত্রী রা ৫ বোন তাদের বৈধ জমিতে আমার উপস্থিতিতে নির্মান কাজ শুরু করে তখন কাউন্সিলর আসাদুজ্জামান সাগর সাহেব দলবদ্ধ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানান ভয়-ভীতিতে বাধা সৃষ্টি করে। পরে নওগাঁ সদর থানার মাধ্যমে মিমাংসার চেষ্টা করলে তারা উপস্থিত না হয়ে বরং রাতের অন্ধকারে আমাদের নির্মানাধীন দোকান ঘরের ইটের প্রাচির ভেঙ্গে ফেলে। তাই পুনরায় নওগাঁ সদর মডেল থানায় আমার স্ত্রী ও তার বোনদের পক্ষে আমি বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আইনকে শ্রোদ্ধা করি, আমি সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, উক্ত বিষয়কে কেন্দ্র করে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুস্থ্য তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

নওগাঁয় নির্মানাধীন স্থাপনা বেআইনীভাবে ভাংচুরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

আপডেট টাইম : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

নাদিম আহমেদ অনিক :

নওগাঁয় বৈধ জমীতে নির্মানাধীন দোকান ঘর বেআইনীভাবে ভাংচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলা সদরের পার-নওগাঁ রজাকপুর (০৯ নং ওয়ার্ড) ট্রাকটার্মিনাল এলাকায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জমির মালিকানার অংশিদার সানজিদা আক্তার উর্মির বিবাহীত স্বামী মোঃ শামিম মাহমুদ গত শনিবার (২০ এপ্রিল-২৪) নওগাঁ সদর মডেল থানায় ১।আসাদুজ্জামান সাগর (৪০) (নওগাঁ সদর ৯নং ওয়ার্ড কাউন্সিলর) ২। আবুল কালাম আজাদ (৫০) উভয় পিতা-মৃত আব্দুল মজিদ সরদার, ৩।মোঃ আব্দুর রশিদ সরদার (৬৮), ৪। মোঃ নুরুল ইসলাম নুরু (৬৫) উভং পিতা- মৃত অছির উদ্দিন সরদার, সর্ব সাং- পার নওগাঁ রজাকপুর,থানা ও জেলা- নওগাঁ দ্বয়কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়,  রজাকপুর মৌজার ৬২০ হাল দাগের ৩.২৫ শতাংশ জমি, যার আর.এস খতিয়ান নং- ২২৮, এ জমিটি দানপত্র হিসেবে মালিক সানজিদা আক্তার উর্মি সহ তার ৪ বোন গত ১২ বছর ধরে ভোগ দখল করে আসছিল। উর্মি ও অপর মালিকগন- সুরাইয়া আক্তার রেশমা, শামীমা আক্তার রোমা, শাম্মি আক্তার রুমী এবং শারমির আক্তার সুমি একত্রে পরামর্শে  উক্ত জমীতে দোকান ঘর নির্মানের উদ্দ্যোগ গ্রহণ করে কাজ চলমান করলে স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান সাগর তার বাবা মৃত আব্দুল মজিদ এর জমী দাবী করে বাঁধা সৃষ্টি করে নানান ভয়-ভীতি দেখিয়ে চলমান কাজ বন্ধ করে দেয়।
যার পরিপেক্ষিতে গত ১৫ এপ্রিল-২০২৪ (সোমবার) সানজিদা আক্তার উর্মী বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা থেকে উভয় পক্ষকে মিমাংসার জন্য গত ১৮ এপিল (বৃহস্পতিবার) ডেকে পাঠানো হলে অভিযোগকারী পক্ষ জমীর সকল বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত হলেও অভিযুক্তরা উপস্থিত না হয়ে গত ১৯ এপিল ভোর রাতে আসাদুজ্জামান সাগর দলবদ্ধ হয়ে সানজিদা আক্তার উর্মীগণের নির্মানাধী স্থাপনা ভাংচুর করে।
ভুক্তভোগী উর্মী বলেন, আমার পৈতিক সম্পত্তিতে আমরা ৫ বোন মিলে দোকান ঘড় নির্মান করতে চেয়েছিলাম কিন্তু আসাদুজ্জামান সাগর একজন জনপ্রতিনিধি হওয়াই তার ক্ষমতার জোরে বার বার আমাদের ৫ বোনের পরিবারকে বিপদগ্রস্থ্য করছে। এ জমিটি আমার বাবা আমাদের লিখে দিয়েছে, যার যাবতীয় কাগজপত্র আমাদের কাছে আছে। আমরা এর সুস্থ্য বিচার চাই।
উর্মীর স্বামী শামিম মাহমুদ জানান, আমার স্ত্রী রা ৫ বোন তাদের বৈধ জমিতে আমার উপস্থিতিতে নির্মান কাজ শুরু করে তখন কাউন্সিলর আসাদুজ্জামান সাগর সাহেব দলবদ্ধ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানান ভয়-ভীতিতে বাধা সৃষ্টি করে। পরে নওগাঁ সদর থানার মাধ্যমে মিমাংসার চেষ্টা করলে তারা উপস্থিত না হয়ে বরং রাতের অন্ধকারে আমাদের নির্মানাধীন দোকান ঘরের ইটের প্রাচির ভেঙ্গে ফেলে। তাই পুনরায় নওগাঁ সদর মডেল থানায় আমার স্ত্রী ও তার বোনদের পক্ষে আমি বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আইনকে শ্রোদ্ধা করি, আমি সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, উক্ত বিষয়কে কেন্দ্র করে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুস্থ্য তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।