এস কে সুমন,কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়াতে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর আয়োজনে আজ সকাল ১০ ঘটিকার সময় ২২/৪/২০২৪ ইংরেজি তারিখ কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে ভেজাল ভোজ্য তেলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা কমিশনার রিনা নাসরিন সহ জেলার নেতৃবৃন্দ।
ক্যাব সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান টিটু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্যাবের সিনিয়র সহসভাপতি জনাব জামিল চৌধুরী । বিশেষ হিসাবে উপস্হিত ছিলেন মোস্তাহার মিয়া ক্যাব সুনামগঞ্জ, শাজাহান সিরাজ দিরাজ ক্যাব সুনামগঞ্জ , জাকিরুল ইসলাম ক্যাব বিভাগীয় কমিটি সিলেট। আশরাফ চৌধুরী সিলেট জেলা কমিটি । অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কমিটির অন্যতম সদস্য জনাব খলিলুর রহমান মজু, সামছুল আলম, রীনা নাসরিন পৌর কাউন্সিলর,এস,এম,আনোয়ার, মিজানুর রহমান লিটন মিজানুর রহমান ভিজা,জাহিদুল ইসলাম,হাফিজ সরকার, আঃ মালেক,আজিজুল হক এস,কে, রবিউল হক,আরজুও রিপন। এ সভা পরিচালনা করেন শহীদ মুছা মন্জু।
উক্ত মানববন্ধনের মাধ্যমে ভেজাল দ্রব্যের বিরুদ্ধে সকল ভোক্তাদেরকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয় ।