নাদিম আহমেদ অনিক,স্টাফ রিপোর্টার-
তীব্র তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন। সরকার এরই মধ্যে এই দাবদহের কারণে দেশে রেড অ্যালার্ট জারি করেছে। এমন পরিস্থিতিতে নওগাঁর বিভিন্ন স্পটে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিট ও সংগঠনটির সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট এর ব্যাক্তি উদ্যোগে।
ইতোমধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিট এর পক্ষ থেকে তীব্র দাবদাহে শহরের বিভিন্ন স্পটে পানি বিতরণ কর্মসূচি গ্রহণ করার এই উদ্যোগে স্বাগত এবং প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সম্রাট কে অভিনন্দন জানিয়েছে জেলার সাধারণ নাগরিক সমাজ।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) নওগাঁ জেলা শহরের প্রাণকেন্দ্র লিটন ব্রিজের মোড়, মুক্তির মোড়, উকিল পাড়া ব্রিজের মোড় সহ শহরের বিভিন্ন জনবহুল স্থানে প্রায় ১২’শ বোতল নিরাপদ পানি বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিট এর সাধারণ সম্পাদক সারয়ার তানজীব সম্রাট বলেন, তীব্র দাবদাহে সাধারণ মানুষ পিপাসার্ত।সরকার এরই মধ্যে দেশে রেড অ্যালার্ট জারি করেছে। নওগাঁ শহরের ন্যায় সারাদেশের মানুষ অতিরিক্ত গরমে অসুস্থ ও অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ। উচ্চ ও মধ্যবিত্ত মানুষ বোতলজাত পানি কিনে খেতে পারলেও শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ জনগোষ্ঠী বিশুদ্ধ পানির চরম ভোগান্তিতে যখন আছে, সেই সময় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিট ও আমার ব্যাক্তি উদ্যোগে কিছু পথচারিদের মাঝে বিনামূল্যে পানি বিতরণের চেষ্টা করছি, আমাদের এ কর্মসূচি জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলে আমার বিশ্বাস।