নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে গাছ নিধনের কারণে বিরুপ রুপ নিচ্ছে প্রকৃতি। তাই তীব্র হচ্ছে তাপমাত্রা আর এই তীব্র তাপদাহে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। দেশে কয়েক দিনের তাপদাহে অসুস্থ্য হয়ে পড়ছে শিশু ও বয়ষ্করা হাসপাতাল গুলোতে বেড়েছে রোগীর চাপ।
সরকার এই তাপদাহ মোকাবেলায় দিয়েছেন বেশ কিছু নির্দেশনা। (২৮ এপ্রিল) রোববার সিরাজদিখান উপজেলা বাসষ্টান্ড মোড়ে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ লস্কর। এসময় তিনি তীব্র তাপমাত্রায় সকলকে সরকারের নির্দেশ মোতাবেক বেশি বেশি পানি পান করা, সম্ভব মতে ঠান্ডা স্থানে থাকা, রাস্তায় বের হলে ছাতা ব্যাবহার করা এবং কিছুক্ষণ পরপর ঠান্ডা পানি দিয়ে মুখমণ্ডল ধোয়া এবং বেশি, বেশি বৃক্ষ রোপণ করা সহ সকল নিয়ম মেনে চলার অনুরোধ করেন।