ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
যারা চাঁদাবাজি করতে আসবে তাদের খাম্বার সাথে বেঁধে রাখবেন- মুফতী ফয়জুল করিম টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত সিরাজদিখান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  স্টার লাইন বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত ৪ গণধিকার পরিষদ জাতীয় সরকারকে সমর্থন করে- গাজীপুরে রাশেদ খান পঞ্চগড়ে আট দফা দাবিতে চা চাষীদের মানববন্ধন গাজীপুরে কাউন্সিলরের বাড়ীতে দুর্ধর্ষ ডাকতি মির্জাগঞ্জের বিভিন্ন অভিযোগ তুলে ইউপি প্যানেল চেয়ারম্যান পুনর্গঠনের দাবি মেম্বারদের কালিহাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির নব কমিটির সভাপতি মফিদুল, সম্পাদক শফিক ১০ জেলা রেজিস্ট্রার সহ পদোন্নতি পাওয়া ১০ সাব রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার পদে বদলি

বিরতি শেষে এক জোড়া গান নিয়ে ফিরলেন আরিফ খান

 

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
৭ বছর বিরতি শেষে একসাথে একজোড়া গান নিয়ে সঙ্গীত অঙ্গনে আবারও ফিরলেন কণ্ঠশিল্পী আরিফ খান।
সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি স্টুডিওতে তরুন প্রতিভাবান কণ্ঠশিল্পী আরিফ খান ‘মা ও কষ্ট’ শিরোনামের দুটি গানের রেকর্ডের কাজ সম্পন্ন করেছেন।

মা ও কষ্ট দুটি গানই কন্ঠের পাশাপাশি কথা ও সুর করেছেন আরিফ খান নিজেই।

এর আগে ২০১৭ সালে এপি তুষার ফিচারিং ‘এক বিন্দু’ শিরোনামে মিক্সড এ্যালবামে দুটো গানে কণ্ঠ দিয়ে শ্রোতা পরিবারে ব্যাপক সাড়া তোলেন আরিফ খান।

আরিফ খান জানান, মা কে নিয়ে অনেকেই গান করেছেন আমিও তাদের তালিকায় একজন কিন্তু আমার গানে থাকছে কিছুটা ভিন্নতা। গর্ভধারিনী মা কে নিয়ে এ প্রথম আমার গান করা। গানটিকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ফুটিয়ে তোলার, জানিনা কতো টুকু ভালো করতে পেরেছি কিন্তু আমি বিশ্বাস করি গানটি সকলের ভালো লাগবে।
মা গানের পাশাপাশি কষ্ট শিরোনামের গানটিকেও আমি যত্নে গাইবার চেষ্টা করেছি।

কন্ঠ শিল্পী আরো জানান,
আরিফ খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে গান দুটি মুক্তি পেতে চলেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তরুন ও প্রতিভাবান এ শিল্পী জানান, গানকে কেন্দ্র করে জীবনে অনেক কষ্ট শয়ে ও বুকে লালন করে এসেছি। আমি চেষ্টা করে যাচ্ছি গান লিখে সেটিতে সুর করার। আমার প্রতিটি গান আমার এক একটা সন্তানের মতো। শুধু গানকে ভালোবাসি বলেই শত কষ্ট ও ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি।
আগামীতেও গান করে যেতে চাই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

যারা চাঁদাবাজি করতে আসবে তাদের খাম্বার সাথে বেঁধে রাখবেন- মুফতী ফয়জুল করিম

বিরতি শেষে এক জোড়া গান নিয়ে ফিরলেন আরিফ খান

আপডেট টাইম : ০৩:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

 

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
৭ বছর বিরতি শেষে একসাথে একজোড়া গান নিয়ে সঙ্গীত অঙ্গনে আবারও ফিরলেন কণ্ঠশিল্পী আরিফ খান।
সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি স্টুডিওতে তরুন প্রতিভাবান কণ্ঠশিল্পী আরিফ খান ‘মা ও কষ্ট’ শিরোনামের দুটি গানের রেকর্ডের কাজ সম্পন্ন করেছেন।

মা ও কষ্ট দুটি গানই কন্ঠের পাশাপাশি কথা ও সুর করেছেন আরিফ খান নিজেই।

এর আগে ২০১৭ সালে এপি তুষার ফিচারিং ‘এক বিন্দু’ শিরোনামে মিক্সড এ্যালবামে দুটো গানে কণ্ঠ দিয়ে শ্রোতা পরিবারে ব্যাপক সাড়া তোলেন আরিফ খান।

আরিফ খান জানান, মা কে নিয়ে অনেকেই গান করেছেন আমিও তাদের তালিকায় একজন কিন্তু আমার গানে থাকছে কিছুটা ভিন্নতা। গর্ভধারিনী মা কে নিয়ে এ প্রথম আমার গান করা। গানটিকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ফুটিয়ে তোলার, জানিনা কতো টুকু ভালো করতে পেরেছি কিন্তু আমি বিশ্বাস করি গানটি সকলের ভালো লাগবে।
মা গানের পাশাপাশি কষ্ট শিরোনামের গানটিকেও আমি যত্নে গাইবার চেষ্টা করেছি।

কন্ঠ শিল্পী আরো জানান,
আরিফ খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে গান দুটি মুক্তি পেতে চলেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তরুন ও প্রতিভাবান এ শিল্পী জানান, গানকে কেন্দ্র করে জীবনে অনেক কষ্ট শয়ে ও বুকে লালন করে এসেছি। আমি চেষ্টা করে যাচ্ছি গান লিখে সেটিতে সুর করার। আমার প্রতিটি গান আমার এক একটা সন্তানের মতো। শুধু গানকে ভালোবাসি বলেই শত কষ্ট ও ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি।
আগামীতেও গান করে যেতে চাই।