ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে ‘বিপ্লবের শহীদথ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না- ধর্ম উপদেষ্টা বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি- স্বরাষ্ট্র উপদেষ্টা আদমদীঘিতে পেট্রোল পাম্পের অযৌক্তিক ধর্মঘটে ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালকরা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮ তম বিশ্ব ইজতেমার ২য় পর্ব গোপালগঞ্জে কবরস্থান থেকে ৩ টি লাশ চুরি পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন  থাকছে না বাধ্যতামূলক শ্রীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত অবশেষে ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা

বিরতি শেষে এক জোড়া গান নিয়ে ফিরলেন আরিফ খান

 

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
৭ বছর বিরতি শেষে একসাথে একজোড়া গান নিয়ে সঙ্গীত অঙ্গনে আবারও ফিরলেন কণ্ঠশিল্পী আরিফ খান।
সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি স্টুডিওতে তরুন প্রতিভাবান কণ্ঠশিল্পী আরিফ খান ‘মা ও কষ্ট’ শিরোনামের দুটি গানের রেকর্ডের কাজ সম্পন্ন করেছেন।

মা ও কষ্ট দুটি গানই কন্ঠের পাশাপাশি কথা ও সুর করেছেন আরিফ খান নিজেই।

এর আগে ২০১৭ সালে এপি তুষার ফিচারিং ‘এক বিন্দু’ শিরোনামে মিক্সড এ্যালবামে দুটো গানে কণ্ঠ দিয়ে শ্রোতা পরিবারে ব্যাপক সাড়া তোলেন আরিফ খান।

আরিফ খান জানান, মা কে নিয়ে অনেকেই গান করেছেন আমিও তাদের তালিকায় একজন কিন্তু আমার গানে থাকছে কিছুটা ভিন্নতা। গর্ভধারিনী মা কে নিয়ে এ প্রথম আমার গান করা। গানটিকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ফুটিয়ে তোলার, জানিনা কতো টুকু ভালো করতে পেরেছি কিন্তু আমি বিশ্বাস করি গানটি সকলের ভালো লাগবে।
মা গানের পাশাপাশি কষ্ট শিরোনামের গানটিকেও আমি যত্নে গাইবার চেষ্টা করেছি।

কন্ঠ শিল্পী আরো জানান,
আরিফ খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে গান দুটি মুক্তি পেতে চলেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তরুন ও প্রতিভাবান এ শিল্পী জানান, গানকে কেন্দ্র করে জীবনে অনেক কষ্ট শয়ে ও বুকে লালন করে এসেছি। আমি চেষ্টা করে যাচ্ছি গান লিখে সেটিতে সুর করার। আমার প্রতিটি গান আমার এক একটা সন্তানের মতো। শুধু গানকে ভালোবাসি বলেই শত কষ্ট ও ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি।
আগামীতেও গান করে যেতে চাই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বিরতি শেষে এক জোড়া গান নিয়ে ফিরলেন আরিফ খান

আপডেট টাইম : ০৩:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

 

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার-
৭ বছর বিরতি শেষে একসাথে একজোড়া গান নিয়ে সঙ্গীত অঙ্গনে আবারও ফিরলেন কণ্ঠশিল্পী আরিফ খান।
সাম্প্রতিক সময়ে রাজধানীর একটি স্টুডিওতে তরুন প্রতিভাবান কণ্ঠশিল্পী আরিফ খান ‘মা ও কষ্ট’ শিরোনামের দুটি গানের রেকর্ডের কাজ সম্পন্ন করেছেন।

মা ও কষ্ট দুটি গানই কন্ঠের পাশাপাশি কথা ও সুর করেছেন আরিফ খান নিজেই।

এর আগে ২০১৭ সালে এপি তুষার ফিচারিং ‘এক বিন্দু’ শিরোনামে মিক্সড এ্যালবামে দুটো গানে কণ্ঠ দিয়ে শ্রোতা পরিবারে ব্যাপক সাড়া তোলেন আরিফ খান।

আরিফ খান জানান, মা কে নিয়ে অনেকেই গান করেছেন আমিও তাদের তালিকায় একজন কিন্তু আমার গানে থাকছে কিছুটা ভিন্নতা। গর্ভধারিনী মা কে নিয়ে এ প্রথম আমার গান করা। গানটিকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ফুটিয়ে তোলার, জানিনা কতো টুকু ভালো করতে পেরেছি কিন্তু আমি বিশ্বাস করি গানটি সকলের ভালো লাগবে।
মা গানের পাশাপাশি কষ্ট শিরোনামের গানটিকেও আমি যত্নে গাইবার চেষ্টা করেছি।

কন্ঠ শিল্পী আরো জানান,
আরিফ খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে গান দুটি মুক্তি পেতে চলেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তরুন ও প্রতিভাবান এ শিল্পী জানান, গানকে কেন্দ্র করে জীবনে অনেক কষ্ট শয়ে ও বুকে লালন করে এসেছি। আমি চেষ্টা করে যাচ্ছি গান লিখে সেটিতে সুর করার। আমার প্রতিটি গান আমার এক একটা সন্তানের মতো। শুধু গানকে ভালোবাসি বলেই শত কষ্ট ও ব্যস্ততার মাঝেও গান করে যাচ্ছি।
আগামীতেও গান করে যেতে চাই।