এস কে সুমন, কুষ্টিয়া প্রতিনিধি-
বাংলাদেশ স্কুল ক্রিকেট লীগ ২০২৩ – ২৪ প্রতিযোগিতায় কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত স্কুল ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০২৩-২৪ জেলা পর্যায়ে সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া পরপর তিনবার চ্যাম্পিয়ন এবং খুলনা বিভাগে রানার্স – আপ হয়।
কুষ্টিয়া জেলায় প্রথম সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশ স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকায় অংশগ্রহণ করছে, এই উপলক্ষে অংশগ্রহণকারী ছাত্রদের মাঝে জার্সি বিতরণ করা হয়।
উক্ত জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব, মো: আসগর আলী।
আরো উপস্থিত ছিলেন কেডিএস এর মনি, আনিস বাপ্পি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আখতার ও শিক্ষক বৃন্দ
প্রধান শিক্ষক নীলিমা আখতার বলেন, সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় ও জেলার জন্য একটা বড় প্রাপ্তি।