ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তরুণদের সম্পৃক্ত করে জলবায়ু অভিযোজন জোরদারের উদ্যোগ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়াকে কেন্দ্র করে অভিভাবকদের ক্ষোভ নওগাঁয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত শাহআলী থানায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা না নিতে থানা ঘেরাও নওগাঁয় সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার- ৩ বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের রূপনগরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ ঘোষণা আমিনুল হকের দিয়ামনি ই-কমিউনিকেশন এর নতুন অফিস উদ্বোধন মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করায় বাদী কারাগারে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে হাজীপুর ইউনিয়নে সিসিটি টিভি ক্যামেরা চালু

ফিটনেস বিহীন নৌযানে সয়লাব সদরঘাট,নেই পর্যাপ্ত দক্ষ নাবিক!

স্টাফ রিপোর্টার :

সদরঘাটে ঈদ উপলক্ষে যাত্রীদের উপচে পড়া ভিড়। ধীরে ধীরে যাত্রীদের চাপ বাড়ছে। সেই সাথে সদরঘাটে ভিড়ছে ফিটনেসবিহীন নৌযান। সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ফিটনেসবিহীন লঞ্চ যাত্রী ধারনের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে এমভি গাজী সালাউদ্দিন,এমভি জাহিদ-২, এমভি জাহিদ-৩, এমভি জাহিদ-৮, এমভি রায়হান, এমভি জামাল-২, এমভি প্রিন্স কামাল-১ এর দেখা মেলে। এই সকল নৌযানের হ্যাচে কোন পানি রোধক ব্যবস্থা নেই। রেজিষ্ট্রেশনের বাইরে অধিক ক্ষমতার ইঞ্জিন স্থাপন করা হয়েছে। সেই অনুযায়ী নেই কোন একজস্ট লাইন। ইঞ্জিনের ফানেলে এসবেস্টস পুড়ে ক্ষয় হয়ে গেছে। ইঞ্জিন রুমে তেল পড়ে ভেসে থাকে। ভেসে থাকা তেল অপসারণে নেই কোন বিলজ সিস্টেম। দীর্ঘ সময় নৌযান ট্রিপের বাইরে থাকায় বডির অধিকাংশ জায়গায় জং ধরে ক্ষয় হয়ে গেছে৷নেই কোন সঠিক ডকিং সনদ। একই ডকিং সনদ বার বার জাল করে সার্ভে করা হয় বলে অভিযোগ পাওয়াগেছে।
এছাড়াও উল্লেখিত নৌযান সমূহে পর্যাপ্ত মাস্টার, ড্রাইভার নেই মর্মে অভিযোগ পাওয়া যায়। একই মাস্টার, ড্রাইভার দিয়ে একাধিক নৌযান পরিচালনা করা হয়৷এ ছাড়াও মাস্টার, ড্রাইভার এর পরিবর্তে সুকানী,গ্রীজার দিয়েও জাহাজ ট্রিপে পাঠানো হচ্ছে৷ এইসব ফিটনেস বিহীন নৌযানের কারণে নৌ দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও সাধারণ যাত্রীরা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন৷

ট্যাগস

তরুণদের সম্পৃক্ত করে জলবায়ু অভিযোজন জোরদারের উদ্যোগ

ফিটনেস বিহীন নৌযানে সয়লাব সদরঘাট,নেই পর্যাপ্ত দক্ষ নাবিক!

আপডেট টাইম : ০৪:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

স্টাফ রিপোর্টার :

সদরঘাটে ঈদ উপলক্ষে যাত্রীদের উপচে পড়া ভিড়। ধীরে ধীরে যাত্রীদের চাপ বাড়ছে। সেই সাথে সদরঘাটে ভিড়ছে ফিটনেসবিহীন নৌযান। সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ফিটনেসবিহীন লঞ্চ যাত্রী ধারনের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে এমভি গাজী সালাউদ্দিন,এমভি জাহিদ-২, এমভি জাহিদ-৩, এমভি জাহিদ-৮, এমভি রায়হান, এমভি জামাল-২, এমভি প্রিন্স কামাল-১ এর দেখা মেলে। এই সকল নৌযানের হ্যাচে কোন পানি রোধক ব্যবস্থা নেই। রেজিষ্ট্রেশনের বাইরে অধিক ক্ষমতার ইঞ্জিন স্থাপন করা হয়েছে। সেই অনুযায়ী নেই কোন একজস্ট লাইন। ইঞ্জিনের ফানেলে এসবেস্টস পুড়ে ক্ষয় হয়ে গেছে। ইঞ্জিন রুমে তেল পড়ে ভেসে থাকে। ভেসে থাকা তেল অপসারণে নেই কোন বিলজ সিস্টেম। দীর্ঘ সময় নৌযান ট্রিপের বাইরে থাকায় বডির অধিকাংশ জায়গায় জং ধরে ক্ষয় হয়ে গেছে৷নেই কোন সঠিক ডকিং সনদ। একই ডকিং সনদ বার বার জাল করে সার্ভে করা হয় বলে অভিযোগ পাওয়াগেছে।
এছাড়াও উল্লেখিত নৌযান সমূহে পর্যাপ্ত মাস্টার, ড্রাইভার নেই মর্মে অভিযোগ পাওয়া যায়। একই মাস্টার, ড্রাইভার দিয়ে একাধিক নৌযান পরিচালনা করা হয়৷এ ছাড়াও মাস্টার, ড্রাইভার এর পরিবর্তে সুকানী,গ্রীজার দিয়েও জাহাজ ট্রিপে পাঠানো হচ্ছে৷ এইসব ফিটনেস বিহীন নৌযানের কারণে নৌ দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও সাধারণ যাত্রীরা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন৷