ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি নথি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: ভূমি উপদেষ্টা সিরাজদিখানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সাবেক নেত্রীবৃন্দের স্বরণে দোয়া ও আলোচনা সভা টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন গাজীপুরে চাঁদার দাবিতে বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ গোপালগঞ্জের হালিমের কথায় চলছে নন্দী পাড়া ভুমি অফিস গাজীপুরে StepUp অ্যাপ- এর প্রশিক্ষণ এবং কর্মশালা অনুষ্ঠিত আদমদীঘিতে মাদকসেবনের দায়ে চার জনকে ভ্রাম্যমাণ দিল ইউএনও আগরতলায় হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া গাজীপুরে অনুর্ধ ১৭ ফুটবল খেলায় বিকেএসপি ২-১ গোলে হারালো গাজীপুরকে

ফিটনেস বিহীন নৌযানে সয়লাব সদরঘাট,নেই পর্যাপ্ত দক্ষ নাবিক!

স্টাফ রিপোর্টার :

সদরঘাটে ঈদ উপলক্ষে যাত্রীদের উপচে পড়া ভিড়। ধীরে ধীরে যাত্রীদের চাপ বাড়ছে। সেই সাথে সদরঘাটে ভিড়ছে ফিটনেসবিহীন নৌযান। সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ফিটনেসবিহীন লঞ্চ যাত্রী ধারনের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে এমভি গাজী সালাউদ্দিন,এমভি জাহিদ-২, এমভি জাহিদ-৩, এমভি জাহিদ-৮, এমভি রায়হান, এমভি জামাল-২, এমভি প্রিন্স কামাল-১ এর দেখা মেলে। এই সকল নৌযানের হ্যাচে কোন পানি রোধক ব্যবস্থা নেই। রেজিষ্ট্রেশনের বাইরে অধিক ক্ষমতার ইঞ্জিন স্থাপন করা হয়েছে। সেই অনুযায়ী নেই কোন একজস্ট লাইন। ইঞ্জিনের ফানেলে এসবেস্টস পুড়ে ক্ষয় হয়ে গেছে। ইঞ্জিন রুমে তেল পড়ে ভেসে থাকে। ভেসে থাকা তেল অপসারণে নেই কোন বিলজ সিস্টেম। দীর্ঘ সময় নৌযান ট্রিপের বাইরে থাকায় বডির অধিকাংশ জায়গায় জং ধরে ক্ষয় হয়ে গেছে৷নেই কোন সঠিক ডকিং সনদ। একই ডকিং সনদ বার বার জাল করে সার্ভে করা হয় বলে অভিযোগ পাওয়াগেছে।
এছাড়াও উল্লেখিত নৌযান সমূহে পর্যাপ্ত মাস্টার, ড্রাইভার নেই মর্মে অভিযোগ পাওয়া যায়। একই মাস্টার, ড্রাইভার দিয়ে একাধিক নৌযান পরিচালনা করা হয়৷এ ছাড়াও মাস্টার, ড্রাইভার এর পরিবর্তে সুকানী,গ্রীজার দিয়েও জাহাজ ট্রিপে পাঠানো হচ্ছে৷ এইসব ফিটনেস বিহীন নৌযানের কারণে নৌ দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও সাধারণ যাত্রীরা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন৷

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সরকারি নথি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: ভূমি উপদেষ্টা

ফিটনেস বিহীন নৌযানে সয়লাব সদরঘাট,নেই পর্যাপ্ত দক্ষ নাবিক!

আপডেট টাইম : ০৪:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

স্টাফ রিপোর্টার :

সদরঘাটে ঈদ উপলক্ষে যাত্রীদের উপচে পড়া ভিড়। ধীরে ধীরে যাত্রীদের চাপ বাড়ছে। সেই সাথে সদরঘাটে ভিড়ছে ফিটনেসবিহীন নৌযান। সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ফিটনেসবিহীন লঞ্চ যাত্রী ধারনের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে এমভি গাজী সালাউদ্দিন,এমভি জাহিদ-২, এমভি জাহিদ-৩, এমভি জাহিদ-৮, এমভি রায়হান, এমভি জামাল-২, এমভি প্রিন্স কামাল-১ এর দেখা মেলে। এই সকল নৌযানের হ্যাচে কোন পানি রোধক ব্যবস্থা নেই। রেজিষ্ট্রেশনের বাইরে অধিক ক্ষমতার ইঞ্জিন স্থাপন করা হয়েছে। সেই অনুযায়ী নেই কোন একজস্ট লাইন। ইঞ্জিনের ফানেলে এসবেস্টস পুড়ে ক্ষয় হয়ে গেছে। ইঞ্জিন রুমে তেল পড়ে ভেসে থাকে। ভেসে থাকা তেল অপসারণে নেই কোন বিলজ সিস্টেম। দীর্ঘ সময় নৌযান ট্রিপের বাইরে থাকায় বডির অধিকাংশ জায়গায় জং ধরে ক্ষয় হয়ে গেছে৷নেই কোন সঠিক ডকিং সনদ। একই ডকিং সনদ বার বার জাল করে সার্ভে করা হয় বলে অভিযোগ পাওয়াগেছে।
এছাড়াও উল্লেখিত নৌযান সমূহে পর্যাপ্ত মাস্টার, ড্রাইভার নেই মর্মে অভিযোগ পাওয়া যায়। একই মাস্টার, ড্রাইভার দিয়ে একাধিক নৌযান পরিচালনা করা হয়৷এ ছাড়াও মাস্টার, ড্রাইভার এর পরিবর্তে সুকানী,গ্রীজার দিয়েও জাহাজ ট্রিপে পাঠানো হচ্ছে৷ এইসব ফিটনেস বিহীন নৌযানের কারণে নৌ দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও সাধারণ যাত্রীরা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন৷