নাদিম আহমেদ অনিক,নিজস্ব প্রতিনিধি-
বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুরে জামাইয়ের বেড়ির আঘাতে জোবেদা (৫৮) নামের এক নারীর মৃত্যুর ঘটেছে।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় চাঁপাপুর ইউপির মিতুইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জোবেদা ওই গ্রামের মৃত সোলেমানের স্ত্রী।
জানা যায়, বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউপির মিতুইল গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী ছালেহা বেগমকে নিয়ে বসবাস করছিলেন জামাই রাসেল। বুধবার সকালে তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন স্ত্রীকে। এরপর শ্বশুর বাড়িতে দুপুরে খাবার খেতে যান জামাই রাসেল। খাবার হতে দেরি হওয়ায় স্ত্রীকে মারধর শুরু করেন রাসেল। এসময় তার শ্বশুড়ী বাধা দিলে গেলে ভাতের পাতিল নামানোর বেড়ির আঘাতে অমানুষিক নির্যাতনে জোবেদা বেগম গুরুতর আহত হোন।
পরবর্তীতে স্হানীয়রা তাকে নিটকবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রচুর রক্ত ক্ষরণে তার মৃত্যু সংগঠিত হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।