নাদিম হায়দার মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ প্রহারে আহত সাংবাদিক সালাউদ্দিন সালমানকে দেখতে তার বাসভবনে থানার ওসি মুজাহিদুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সাবেক সভাপতি কে এন ইসলাম বাবুল, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক নাছির উদ্দিন, সাংবাদিক এইচ আই লিংকনসহ প্রেসক্লাবের সদস্যরা তাকে দেখতে আসেন।
এসময় তারা সিরাজদিখান প্রেসক্লাবের সহ সভাপতি সালাউদ্দিন সালমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। সকল সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করে সহমর্মিতা প্রকাশ করেন।