এম এম আসাদুজ্জামান মুন্সী, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা।
১২ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্টের খেলা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠিত হয়। খেলার আয়োজন করেন ভাঙ্গা উপজেলা প্রশাসন।
খেলায় তুজারপুর ইউনিয়নকে ৫-৪ গোলে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ঘারুয়া ইউনিয়ন।
প্রথমে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা’র নেতৃত্বে স্থানীয় সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন জাতীয় সংগীত গেয়ে,জাতীয় পতাকা উত্তোলন,বেলুন,পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে গোল্ডকাপ ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
খেলাটি দেখার জন্য দুপুর হতে না হতেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার দর্শক ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে গ্যালারিতে প্রবেশ করেন। খেলা শুরু হওয়ার আগেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন ও নবনির্বাচিত ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাওছার ভুইয়া, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আনোয়ার আলী মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন, এলজিআরডি কর্মকর্তা শাহ আলম মিয়া, মৎস্য কর্মকর্তা দিবলা চক্রবর্তী, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ সোবাহান মুন্সি, আওয়ামী লীগ নেতা অ্যাপোলো নওরোজ প্রমূখ। ধারাভাষ্যে ছিলেন পলাশ বিশ্বাস এ বাবুল মিয়া।