মাগুরা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিটিয়ে ও গুলি করে কলেজছাত্র সুমন শেখ (১৮) নিহতের ঘটনায় ১৭২ জনের নামে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নিহতের বাবা কান্নুর রহমান বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় মাগুরা-২ আসনের সাবেক এমপি বীরেন শিকদার, তাঁর ভাই বিমল শিকদার, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, রাজাপুর উইনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস ও তার বড় ছেলে আরাফাত বিশ্বাস বর্তমান চেয়ারম্যান সাকিরুল ইসলাম সাকিল, নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী মিয়া ও বর্তমান চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাব, বিনোদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিকদার মিজানুর, পলাশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বর্তমান চেয়ারম্যান সৈয়দ সেকেন্দারসহ আওয়ামী লীগের ১৭২ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ থেকে ৬০০ জনকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানান মামলার ২২ নম্বর আসামী কলমধারী গ্রামের মৃত আরশাদ মোল্লার ছেলে সন্ত্রাসী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী নায়েব আলী শর্টগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি করতে দেখা গেছে। এজাহারে সাবেক এমপি বীরেন শিকদারকে হত্যার হুকুম ও মদদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সুমন শেখ মহম্মদপুর বিএম টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
শিরোনাম :
মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ আওয়ামী লীগের ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:৪৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- ৮৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ