মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
চাকরি জাতীয়করণের দাবিতে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন পঞ্চগড় রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা।
মঙ্গলবার দুপুরে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশেন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কর্মসূচিতে বক্তব্য রাখেন।
তিনি বলেন, যখন যেই সরকার ক্ষমতায় আসে নকলনবিশদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেয়। কিন্তু ফলাফল কিছুই হয়না। আমরা রেজিষ্ট্রি অফিসের একটি গুরুত্বপূর্ণ পার্ট, অথচ দীর্ঘদিন থেকেই আমরা বঞ্চিত। আজকে আমরা কলমবিরতি দিয়েছি, আমাদের দাবি পূরণ না হলে সামনে আরো কর্মসূচি আসবে।
এই কর্মসূচিকে সংহতি জানিয়ে জেলা রেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারি মুজিবুর রহমান বলেন, নকলনবিশরা অফিসে পরিশ্রম করে উপার্জন করে। তাদের মাধ্যমে সরকার ব্যাপক রাজস্ব পায়। তাদের এই যৌক্তিক দাবি পূরণ করা দরকার।