শাহ আলম, টাঙ্গাইল-
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ এক সংবাদে জানা যায়, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসাইনকে বদলি করা হয়েছে। সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়লে, উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানুষ দলে দলে উপজেলা চত্বরে জড়ো হতে শুরু করে।
এ সময় উপজেলা পরিষদ চত্বরে তাৎক্ষণিকভাবে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইউএনও শাহাদাত হোসাইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়, যা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক হয়ে কালিহাতী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেন শিক্ষার্থী হৃদয় মোল্লা, রাসেল, আল আমিন, সাব্বির, রাশেদুল, রিফাত, আশরাফুল, কবির, শাওন, হাবিব ও সাজিদ। এছাড়াও অংশগ্রহণ করেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ইউনুস প্রমুখ।
জানা যায়, বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও শাহাদাত হোসাইনকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। বদলির আদেশের খবর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।
কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোল্লা, সাবেক সভাপতি শাহ আলম, দুলাল হোসেন রানা, গৌরাঙ্গ বিশ্বাস, সহ-সভাপতি কামরুল ইসলাম, কামরুল হাসান, রাইসুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক নুরুন্নবনী রবীন, কার্যকরী সদস্য আবুল কালাম, সাংবাদিক সৈয়দ মহসীন সবুজ, বিপ্লব সরকার, স্বপন সিদ্দিকী, আতোয়ার রহমান, সাব্বির আহমেদ আব্বাসি প্রমুখ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে একটি মশাল মিছিল বের করেন।