ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে বৃষ্টি থামলেও রাস্তার পানি শুকায় না! ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি – আমিনুল হক অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ৭ কোটি ৭৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে আবার যোগ দিল গণফোরাম-সিপিবি গিভিংটুইসডে মুভমেন্টের কমিউনিটি ডিরেক্টর হলেন হাসান মাহামুদ দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত গুলশানে বাড়ি সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগ! বহাল তবিয়তে আছেন আওয়ামী সুবিধাভোগী প্রকল্প পরিচালক মঞ্জুরুল হক! শরীয়তপুরে গ্রাম আদালত কার্যক্রমের প্রচার-প্রচারণা নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রেজাউল করিম, গাজীপুর- গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ জনগণের জন্য। জনগণের আস্থার জায়গা যদি না থাকে তাহলে পুলিশ, পুলিশিং করতে পারে না। এটা আবারো প্রমাণ হল। বৈষম্যবিরোধী আন্দোলনের পর এবার পুলিশ হারে হারে টের পেয়েছে, যে শুধু ডান্ডা দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে বা ক্ষমতা দিয়ে পুলিশিং হয় না। পুলিশিং করতে হবে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে। এই আস্থা অর্জনের লক্ষ্য দিয়ে আমি কাজ করতে চাই।

তিনি আরো বলেন, পুলিশের এই অবস্থা ভুল নেতৃত্বের কারণে। রাষ্ট্রের সঙ্গে যেমন একটি দল একাকার হয়ে গিয়েছিল তেমনি পুলিশ একটি দলের বাহিনীতে পরিণত হয়েছিল। যার কারণে স্বাভাবিকভাবে পুলিশ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশের পুলিশ এতটা অসহায় অবস্থায় কখনো পড়েনি। এটা আমাদের জন্য চরম শিক্ষা হয়েছে। এখন নতুন নেতৃত্বে পুলিশ আবার জনগণের আস্থা অর্জন করবে।

রোববার সকাল ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পুলিশ কমিশনার আরো জানান, জিএমপির সকল পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। কিছু সদস্য আহত হয়েছিলেন, তারাও কাজে যোগ দিয়েছেন। বলেন, আমি কাজ করব, কোন কারুকাজ করব না।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসন থানায় হামলার ঘটনা ঘটে। তখন আমাদের কিছু অস্ত্র খোয়া যায়। আমরা খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু মিসিং রয়েছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়েগেছে।

মতবিনিময় সভায় সাংবিাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেশ রুপান্তরের আমিনুল ইসলাম, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল, আজকের পত্রিকার মো: আসাদুজ্জামান, সমকালের ইজাজ আহমেদ মিলন, সময় টিভির রাজিবুল হাসান, যমুনা টেলিভিশনের পলাশ প্রধান, এশিয়ান টিভির আরিফ খান আবির প্রমুখ।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল ইসলাম ও আহমারউজ্জামান, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে বৃষ্টি থামলেও রাস্তার পানি শুকায় না!

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট টাইম : ০১:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

রেজাউল করিম, গাজীপুর- গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ জনগণের জন্য। জনগণের আস্থার জায়গা যদি না থাকে তাহলে পুলিশ, পুলিশিং করতে পারে না। এটা আবারো প্রমাণ হল। বৈষম্যবিরোধী আন্দোলনের পর এবার পুলিশ হারে হারে টের পেয়েছে, যে শুধু ডান্ডা দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে বা ক্ষমতা দিয়ে পুলিশিং হয় না। পুলিশিং করতে হবে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে। এই আস্থা অর্জনের লক্ষ্য দিয়ে আমি কাজ করতে চাই।

তিনি আরো বলেন, পুলিশের এই অবস্থা ভুল নেতৃত্বের কারণে। রাষ্ট্রের সঙ্গে যেমন একটি দল একাকার হয়ে গিয়েছিল তেমনি পুলিশ একটি দলের বাহিনীতে পরিণত হয়েছিল। যার কারণে স্বাভাবিকভাবে পুলিশ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশের পুলিশ এতটা অসহায় অবস্থায় কখনো পড়েনি। এটা আমাদের জন্য চরম শিক্ষা হয়েছে। এখন নতুন নেতৃত্বে পুলিশ আবার জনগণের আস্থা অর্জন করবে।

রোববার সকাল ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পুলিশ কমিশনার আরো জানান, জিএমপির সকল পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। কিছু সদস্য আহত হয়েছিলেন, তারাও কাজে যোগ দিয়েছেন। বলেন, আমি কাজ করব, কোন কারুকাজ করব না।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসন থানায় হামলার ঘটনা ঘটে। তখন আমাদের কিছু অস্ত্র খোয়া যায়। আমরা খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু মিসিং রয়েছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়েগেছে।

মতবিনিময় সভায় সাংবিাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেশ রুপান্তরের আমিনুল ইসলাম, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল, আজকের পত্রিকার মো: আসাদুজ্জামান, সমকালের ইজাজ আহমেদ মিলন, সময় টিভির রাজিবুল হাসান, যমুনা টেলিভিশনের পলাশ প্রধান, এশিয়ান টিভির আরিফ খান আবির প্রমুখ।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল ইসলাম ও আহমারউজ্জামান, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।