ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ)-
নব- যোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সাথে কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯/৯/২০২৪ইং রোজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফিন, কোটালীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, সাংবাদিক পলাস কাজী , পঙ্কজ বিশ্বাস , অংকন তালুকদার , ইস্রাফিল খান , শামীম মোল্লা , মোল্লা মহিউদ্দিনসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, জেলা প্রশাসন হবে দুর্নীতিমুক্ত। জেলার সকল মানুষকে নাগরিক সেবা প্রদান করা হবে। জেলার কোন ব্যক্তি যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী দূর্গাপূজাকে উৎসবমুখর করতে চাই। জেলা সকল ধর্মের মানুষ যেন তাদের সম্প্রীতি বজায় রাখে। এর আগে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, কোটালীপাড়া উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।