রেজাউল করিম, গাজীপুর- সরকারি প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের হলরুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি- নাটাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা উপসচিব নমিতা দে।
নাটাব গাজীপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা: মোঃ রফিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের হেলথ অফিসার ডা: মোঃ রহমত উল্লাহ। নাটাব’র গাজীপুর সেক্রেটারি সাংবাদিক বেলাল হোসেনের উপস্থাপনায় যক্ষা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন নাটাবের কেন্দ্রীয় প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ।
মত বিনিময় সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর অ্যাড. আয়েশা আক্তার, কাউন্সিলর হাসনা হেনা, কাউন্সিলর নাসেরা সুলতানা বেবি, কাউন্সিলর তানিয়া আক্তার, রাজস্ব কর্মকর্তা কাজী বজলুর রশিদ, স্যানেটারি ইন্সপেক্টর মলয় কুমার দাস, লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, সাংবাদিক সাব্বির আহমেদ, নাটাবের প্রোগ্রাম অফিসার শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।