শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কলেজ মোড় চত্বরে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সভাপতি জেবুননেসা-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এই স্লোগানকে সামনে রেখে দেশের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বেসরকারি শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মাধ্যমিক স্তরের ৯৭% শিক্ষাদান বেসরকারি শিক্ষকদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।
তবে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। একই সিলেবাসে পাঠদান করলেও বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা সরকারি শিক্ষকদের তুলনায় অত্যন্ত কম। সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি শিক্ষকরা অর্ধেক বেতন পান, বোনাস পান বেতন স্কেলের মাত্র ২৫%, বাড়িভাড়া পান মাত্র ১,০০০ টাকা, এবং চিকিৎসা ভাতা হিসেবে ৫০০ টাকা। এ অবস্থাকে বক্তারা অমানবিক আখ্যা দিয়ে এই বৈষম্য দূর করার জোর দাবি জানান।
তারা আরও বলেন, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে শুধুমাত্র সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান।
মানববন্ধন শেষে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষাসচিবের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।