ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপনগর–পল্লবী থানা কমিটি: ত্যাগীদের বঞ্চনা, বিতর্কিতদের দাপট জুলাই হত্যা মামলার আসামিকে প্রত্যায়ন দিলেন জামায়াতের আমির মাগুরা মহম্মদপুরে শিক্ষক আ. হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন নারী সাংবাদিকতার এক আলোকবর্তিকা শেখ হাসিনাকে কোনো দেশ গ্রহণ করেননি ভারত করেছে : আলতাফ হোসেন চৌধুরী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন? সিরাজদিখানে রাতের অধারে সরকারি গাছ কাটার অভিযোগ বরগুনায় বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত ‘মব-সন্ত্রাস’ বন্ধসহ চার দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ গাইবান্ধার সুন্দরগঞ্জে সেতু আছে, সড়ক নেই — চরম দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুরে ভূমিহীনদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রেজাউল করিম, গাজীপুর থেকে:

গাজীপুরে বন বিভাগের মৌচাক বীটের কর্মকর্তাদের অনৈতিক দৌরাত্ম ও সাধারণ ভূমিহীনদের হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর দক্ষিণপাড়া এলাকায় এই মানববন্ধন করে।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমরা বছরের পর বছর ধরে খাসের যায়গায় বসবাস করি। আমাদের অন্য কোথাও যাওয়ার মতো যায়গা নেই। দীর্ঘদিন বসবাস করার ফলে ঘরের টিন ফুটো হয়ে যায়, ভেঙে যায় এটি আমরা ঠিক করতে গেলেই বনবিভাগের লোকজন এসে বাঁধা দেয়। পরে তারা এলাকার দালালদের মাধ্যমে অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না পেলে তারা ঘর ভেঙে দিয়ে মামলা দেন সাধারণ মানুষের নামে।

রতনপুর এলাকার বাসিন্দা মরিয়ম খাতুন বলেন, চাল ফুটো হয়ে পানি পড়ে কিন্তু টিন পাল্টাতে পারি না। একটা টিন পাল্টাতে ১০ হাজার টাকা চায়। তারা বিভিন্ন স্থানে দালাল লাগিয়ে রাখে। দালালরা যা বলে তাই শুনে বন বিভাগের লোকজন।

পারভীন নামে আরেকজন বলেন, আমরা দিন এনে দিন খাই। খাসের যায়গায় ৩০ বছর ধরে বাস করি। কতকিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের উপর বনবিভাগের হয়রানি শেষ হয়নি। তাদের চাহিদা পূরণ না হলেই মামলা দেয়। উচ্ছেদ করে দালালদের সুযোগ দেয়।

রতনপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান সবুজ বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র ও ভূমিহীন। তারা খাসের জমিতে থাকা ঘরবাড়ি ঠিক করতে গেলেই অতিরিক্ত টাকা দাবি করে। বিগত সরকারের আমলেও দালালদের মাধ্যমে টাকা নিতেন, এখন আরও বেপরোয়া হয়েছে। গত ২৩ তারিখ এলাকায় এসে টাকা চাইলে আমরা বাঁধা দেই। পরে তারা আমাদের হয়রানি মূলক মামলা দিয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মৌচাক বিটের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এলাকার লোকজন আমাদের খবর দেন ওই এলাকার কয়েকজন বনের যায়গায় দখল করছেন। পরে আমরা সেখানে গেলে আমাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হামলা করে। পরে তাদের কয়েকজনের নামে মামলা দেওয়া হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রূপনগর–পল্লবী থানা কমিটি: ত্যাগীদের বঞ্চনা, বিতর্কিতদের দাপট

গাজীপুরে ভূমিহীনদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ১২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

রেজাউল করিম, গাজীপুর থেকে:

গাজীপুরে বন বিভাগের মৌচাক বীটের কর্মকর্তাদের অনৈতিক দৌরাত্ম ও সাধারণ ভূমিহীনদের হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর দক্ষিণপাড়া এলাকায় এই মানববন্ধন করে।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমরা বছরের পর বছর ধরে খাসের যায়গায় বসবাস করি। আমাদের অন্য কোথাও যাওয়ার মতো যায়গা নেই। দীর্ঘদিন বসবাস করার ফলে ঘরের টিন ফুটো হয়ে যায়, ভেঙে যায় এটি আমরা ঠিক করতে গেলেই বনবিভাগের লোকজন এসে বাঁধা দেয়। পরে তারা এলাকার দালালদের মাধ্যমে অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না পেলে তারা ঘর ভেঙে দিয়ে মামলা দেন সাধারণ মানুষের নামে।

রতনপুর এলাকার বাসিন্দা মরিয়ম খাতুন বলেন, চাল ফুটো হয়ে পানি পড়ে কিন্তু টিন পাল্টাতে পারি না। একটা টিন পাল্টাতে ১০ হাজার টাকা চায়। তারা বিভিন্ন স্থানে দালাল লাগিয়ে রাখে। দালালরা যা বলে তাই শুনে বন বিভাগের লোকজন।

পারভীন নামে আরেকজন বলেন, আমরা দিন এনে দিন খাই। খাসের যায়গায় ৩০ বছর ধরে বাস করি। কতকিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের উপর বনবিভাগের হয়রানি শেষ হয়নি। তাদের চাহিদা পূরণ না হলেই মামলা দেয়। উচ্ছেদ করে দালালদের সুযোগ দেয়।

রতনপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান সবুজ বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র ও ভূমিহীন। তারা খাসের জমিতে থাকা ঘরবাড়ি ঠিক করতে গেলেই অতিরিক্ত টাকা দাবি করে। বিগত সরকারের আমলেও দালালদের মাধ্যমে টাকা নিতেন, এখন আরও বেপরোয়া হয়েছে। গত ২৩ তারিখ এলাকায় এসে টাকা চাইলে আমরা বাঁধা দেই। পরে তারা আমাদের হয়রানি মূলক মামলা দিয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মৌচাক বিটের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এলাকার লোকজন আমাদের খবর দেন ওই এলাকার কয়েকজন বনের যায়গায় দখল করছেন। পরে আমরা সেখানে গেলে আমাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হামলা করে। পরে তাদের কয়েকজনের নামে মামলা দেওয়া হয়েছে।