কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার সদর উপজেলার জগতি শাহ পাড়াই ভন্ড পীর মিতানুর জগতি রেলের পাশে তার নিজ বাড়িতে প্রতি শনিবার ও মঙ্গলবার, জ্বীনের বাদশা হাজির করে এক ফুতে সর্ব রোগের চিকিৎসা করে ভালো করে দেন।
হাজার হাজার রোগীকে এমনই ভাবে প্রতারণা করে কামিয়েছেন, কোটি কোটি টাকা মিতা নূর কবিরাজ। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন বেশ কয়েকবার তবুও থেমে নেই তার ভন্ডামি,ও মানুষের সাথে প্রতারণা।
দিনের পর দিন বছরের পর বছর, প্রায় দুই যুগ ধরে মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। কুষ্টিয়া শহরের মধ্যে বেশ কয়েকটি আলিশান বাড়ি গাড়ি ও গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, দূরদূরান্ত থেকে আশা বেশ কয়েকজন রোগী জানিয়েছেন এই ভন্ড পীর মিতানুরের কাছ থেকে আমরা প্রতারিত হয়েছি। তাই আর কোন মানুষ যেন এই ভন্ড পীর এর কাছে প্রতারিত না হয়, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ভন্ড এই পীর কে গ্রেফতার করে আইনের মাধ্যমে কঠিন সাজা দেয়া হোক এমনটি চেয়েছেন সাধারণ মানুষেরা।