রেজাউল করিম, গাজীপুর-
গাজীপুরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল রাজবাড়ী চত্বরে দুই দিনের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে।
বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গত তিন দিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে এ নতুন করে পূর্ণ ধর্মঘট চলছে। সংগঠনের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম ও সদস্য সচিব মো. মিরাজ হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল-মেহেদী হাসান, আবুল কালাম আজাদ, মো. অলিউল্লাহ, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, মামুনুর রশিদ, ফারুক আহমেদ ও ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সার্ভেয়ারদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবারও অব্যাহত থাকবে এবং এর মধ্যে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সার্ভেয়ারদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, পেশাগত সম্মান ও বেতন বৈষম্য দূর না হলে আন্দোলন আরও কঠোর হবে।