শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
শারদীয় দুর্গাপূজার অন্তিম দিনে, হিন্দুধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালিহাতীর ঝিনাই নদীতে অনুষ্ঠিত হলো প্রতিমা বিসর্জন। হাজারো ভক্ত নৌকাযোগে নদীর তীরে সমবেত হন, যেখানে তাঁদের আনন্দমুখর পরিবেশে দুর্গা দেবীর বিদায় সময় এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
১৩ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৬টা পর্যন্ত টানা এই উৎসবে কালিহাতী উপজেলায় পুরাণো ঐতিহ্য মেনে দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়া হয়। এই আয়োজনের মূল আয়োজক ছিলেন কালিহাতী উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কালিহাতী উপজেলা পূজা উদযাপন কমিটি।
বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া, পূজা উদযাপন কমিটি সভাপতি বাবু ডা গনেশ চন্দ্র সাহা, হিন্দু বৈধ্য খ্রিষ্টান পরিষদের কালিহাতী শাখার সভাপতি গোবিন্দ সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজনু মিয়া, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী ও সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, সহ সাধারন সম্পাদক মাসুদুর রহমান বালা ও মোশারফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কালিহাতী ফিলং ষ্টেশনের মালিক আব্দুস ছাত্তার সহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
কালিহাতী থানার ওসি আবুল কালাম জানান, বিকাল চারটায় দুই নৌকার মুখোমুখিতে অপু( ১২)নামের কিশোরের মৃত্যু হয়। তার পরিচয় দক্ষিন বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।
দুর্গাপূজার এই বিসর্জন উৎসবে ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধন ও ভক্তিভাব প্রকাশ পায়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কড়া নজর ছিলো। ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করার জন্য প্রশাসন ও পুজা উদযাপন কমিটির প্রশংসনীয় ভূমিকা ছিলো।