মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
বার্ষিক উন্নয়ন ও রাজস্ব উন্নয়নের তথ্য গণমাধ্যমকর্মীকে দিতে অসহযোগিতার অভিযোগ উঠেছে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিলের বিরুদ্ধে।তথ্য দিতে চেয়ে বার বার ঘুরিয়েও তথ্য দেননি এ প্রকৌশলী।এছাড়াও অভিযোগ রয়েছে-ঠিকাদারি প্রতিষ্ঠান নি¤œমানের কাজ করলেও বিশেষ সুবিধা নিয়ে বিল প্রদান করেন তিনি।
জানা যায়,স্থানীয় গণমাধ্যমকর্মীরা সম্প্রতি তথ্য অধিকার আইনের’ক, ফরমে আবেদন করেন উপজেলা প্রকৌশলীর কাছে।তথ্য গুলো হলো-বার্ষিক ও রাজস্ব উন্নয়নের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরের মোট বরাদ্দ কত ও কতটি স্ক্রীম এবং প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজ প্রকল্পের আওতায় লক্ষীরহাট-ধুলাঝাড়ী সড়কের উপর সেতু সংস্কারের বরাদ্দসহ কাজের প্রাক্কলন।
উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য নিতে বলেন।যদিও উপজেলা নির্বাহী অফিসার তথ্য দিতে বলেছেন।