মোহাম্মদ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি- ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের জমি অধিগ্রহনের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্থ্য ব্যক্তিদের মাঝে চেক প্রদান করেন জেলা প্রশাসক সাবেত আলী।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, সিনিয়র সহকারী কমিশনার (জেনারেল সার্টিফিকেট শাখা) শায়লা সাঈদ তন্নী, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও রাজস্ব মুন্সি শাখা) ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি ) এস এম ফুয়াদ,বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, বোদা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
বোদা উপজেলার ২০ জন্য ব্যক্তিকে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।