নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা পূর্ব রাজদিয়া টেংগুরিয়াপাড়া গ্রামে মীমাংসার মাধ্যমে বুঝিয়ে দেওয়া সম্পত্তি পূর্ণরায় দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আবু বকর ব্যাপারীর ছেলে সিরাজ বেপারী ও তার ভাইদের বিরুদ্ধে। ভুক্তভোগী রুহুল আমিন বলেন আমি যখন এই জায়গাটি ক্রয় করি তখন জায়গায় টি ছিলো একটি নোংরা ডোবা। তখন সিরাজ ব্যাপারী আমাকে বসতভিটায় ৮৭৪ দাগের অংশ না দিয়ে ৮৭৩ দাগের ৩১ শতাংশ ৫০ অযুতাংশ নাল জমি বুঝিয়ে দেয়। কারণ ভরাট বাড়িতে তারা আমাকে অংশ দেবেন না । এখন আমি আমার দাবীকৃত ২৭ শতাংশ সম্পত্তি সি. এস ২১ এস.এ ২ ও আর এস ২৬৭ খতিয়ানের সি এস ৬৯০ এস এ ৬৯০আর এস ৮৭৩ দাগে মোট জমির পরিমাণ হতে ২৭ শতাংশ যার আর এস দাগের ২৭ শতাংশের চৌহদ্দি উত্তরে রাস্তা দক্ষিণে নবিউল্লাহ পূর্বে ফজল হক মল্লিক গং এবং পশ্চিমে অভিযুক্ত গণ। সম্পত্তি এই নোংরা ডোবায় বালি ফেলে ভরাট করি এবং সেখানে দোকান ঘর নির্মাণ করে জীবিকা নির্বাহ করছি। এখন তাদের নজর পড়েছে আমার এই অংশের উপর। এখন তারা আমার এই সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। তিন দাগ হতে আমাকে বঞ্চিত করে তিন দাগের মোট ১১৪শতাংশ হতে এক দাগে মোট ৩১শতাংশ৫০অযুতাংশ স্থানীয় গ্রাম্য শালিসের মাধ্যমে আমাকে এক দাগে এই নোংরা ডোবা বুঝিয়ে দিয়েছিলে সবাই।আমি তাও মেনে নিয়েছিলাম কিন্তুু এখন আবার তারা আমাকে জায়গা ছাড়তে হুমকি ধমকি দিচ্ছেন। আমি এই বিষয়ে সিরাজ বেপারী সহ মোট ৪১ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত মুন্সীগঞ্জ এ একটি মামলা করেছি যার দেওয়ানী মোকদ্দমা নং -২৪৭/২০২৪ যা এখনোও চলমান অবস্থায় রয়েছে। তার মধ্যেও সিরাজ বেপারী ও তার ভাইয়েরা আমাকে বিভিন্ন রকম হুমকি ধমকি দিচ্ছে আমি যেন এই জায়গা থেকে সরে যাই। আমি এর বিচার চাই। তারা আমার চোখের ঘুম হারাম করে ফেলছে। এই বিষয়ে অভিযুক্ত সিরাজ বেপারী বলেন,আমার সম্পত্তি আমি দাবি করি এখানে দখলের কি আছে,,? তিনি জায়গা কিনছে তিন দাগে এখন কি তাকে একদাগে জায়গা দিবো নি রুহুল আমিন জায়গা নিবে তিন দাগে। জায়গা বুঝিয়ে দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন লিখিতভাবে তো আর দেইনি একবার সকলে বসে দিয়েছিলাম লিখিত হয় নাই। রুহুল আমিন একটা কেন দশটা মামলা করুক।