গাজীপুর প্রতিনিধি-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গুর চিকিৎসা এবং এর প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব),গাজীপুর জেলা শাখা। শনিবার সকালে গাজীপুর মহানগরীর জোরপুকুরপাড় ও মধ্যছায়াবিথী এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যাব গাজীপুরের সাবেক সভাপতি ডা. মাজহারুল আলম, বর্তমান আহবায়ক ডা. আলী আকবর পলান, সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম-আহবায়ক ডা. কামরুল ইসলাম,ডা. শাহজাহান সিরাজ, ডা. খায়রুজ্জামান, ডা. এনাম এই লিফলেট বিতরণ করেন। এ সময় গাজীপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এড. হাসিনা আক্তার বিথী, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না,এড. শৈলী, এড. আসাদুজ্জামান বিপ্লব, মহানগর জিয়া পরিষদের যুগ্ম-সম্পাদক মফিকুর রহমান সেলিম, আলম মাষ্টারসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে এক পথসভায় ডা.মাজহারুল আলম বলেছেন, জাতীয়তাবাদী চিকিৎসক এবং পেশাজীবীগণ বিগত ১৮ বছর দেশনায়ক তারেক রহমান ও বিএনপির ডাকে সংগ্রাম এবং নির্যাতন সহ্য করেছেন এবং তাঁর মানবিক নির্দেশে ডাক্তারগণ দেশব্যাপী ভয়াবহ করোণার ছোবল,চিকুনগুনিয়া, বন্যা, সর্বোপরি পতিত ফ্যাসিস্ট সরকারের হামলায় আহতদের সেবা করে জনগণের মন জয় করেছেন। এবারও কর্তৃপক্ষের অবহেলায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করলে তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
ডা.মাজহার বলেন, গণতন্ত্রের ক্রান্তিকালীন সুদীর্ঘ সময় যিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন। আজ গণতন্ত্রের জন্যে সংস্কারের নামে অনেকেই তাঁর চেয়ে বেশী দরদ দেখাচ্ছেন এসব করলে গণহত্যার পতিত কুসংস্কার পুনর্বাসিত হবে।
শিরোনাম :
গাজীপুরে তারেক রহমানের পক্ষে ড্যাবের লিফলেট বিতরণ
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- ৮২৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ